Abhishek Chatterjee Demise: মৃত্যু নিয়ে ইচ্ছাপত্র, ‘আমার মৃত্যুতে কোনও সার্কাস নয়’, কটাক্ষ শ্রীলেখার
Sreelekha Mitra: নিজের মৃত্যুতে এই একই ছবি দেখতে চান না শ্রীলেখা, সোশ্যাল মিডিয়ায় সপাট জানালেন মনের কথা।

সদ্য অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু এক কথায় যেন সকলকে কাঁদিয়ে দিয়ে গেছে, নাড়িয়ে দিয়ে গিয়েছে, অকালে এভাবে চলে যাওয়াটা সিনেদুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ যেন মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না এত তাড়াতাড়ি কীভাবে নিজের পথ চলা থামাতে পারলেন তিনি! অভিনয় ভালবাসতেন, আগেরদিন পর্যন্ত তিনি ছিলেন সেটেই, তবে হঠাৎই ঘটে ছন্দপতন, মধ্যরাতেই সব শেষে। ব্যস, সেখান থেকেই শুরু নতুন অধ্যায়। খবর সামনে আসতেই মিডিয়া, ভক্তের ভিড়, ভিড় সেলেব মহলেরও। এখন প্রশ্ন এতদিন তাঁরা কোথায় ছিলেন! এবার এভাবেই আকারে ইঙ্গিতে লোকদেখানো আবেগকে ঠুকলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা বরাবরই স্পষ্টবাদী, শ্রীলেমা মিত্র মানেই মনগড়া কথা বা রাখঢাকের ইতি, তিনি বরাবরই মনের কথা সাফ মুখে আনতে পছন্দ করেন, তিনি সর্বদাই চেয়েছেন, নিজেকে ফিল্টার ছাড়াই উপস্থাপনা করতে, ঠিক তেমনটাই ঘটে থাকে প্রত্যহ, সামাজিক কোনো গুরুত্বপূর্ণ প্রসঙ্গই হোক বা ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা, অবলীলায় বলে চলা এই সেলেবের মুখে এবার বিষাদের সুর। সদ্য অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ঠিক যে ছবি ধরা পড়েছে, তা লক্ষ্য করেই তিনি সোশ্যাল মিডিয়ায় সোজা সাপটা মন্তব্য করলেন, তাঁর মৃত্যুতে যেন ইন্ডাস্ট্রি ও মিডিয়ার এই মাতামাতি না থাকে, যাকে তিনি সার্কাস তকমা দিতেও পিছু পা হননি।
প্রসঙ্গটি বুঝে নিতে খুব অসুবিধে হয় না ভক্তদের, বেঁচে থাকতে যে মানুষটা একটা কাজের অপেক্ষায় দিনগুণতেন, সেদিন লাইম লাইট কোথায় ছিল, যে মানুষটা নানা ভাবে ক্ষোভ প্রকাশ করে জানিয়ে ছিলেন, তাঁকে টলিউডে টিকতে দেওয়া হয়নি, তাঁর সঙ্গে সুবিচার হয়নি, সেদিনই বা সকলে কোথায় ছিলেন, ঠিক চলে যাওয়ার মুহূর্তেই কেমন মানুষ হঠাৎ এতটা আপন! এতটা ভাল হয়ে যায়! সদ্য এমনই নানা প্রশ্নের মাঝে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শ্রীলেখা মিত্র নিজের দাবী সাফ জানালেন। তাঁর মৃত্যুতে কোনও সার্কাস নয়। ভক্তের কমেন্টেও উত্তর দিলেন তিনি, জানালেন তাঁর এই সমস্ত কাণ্ড বেজায় বিরোক্তিকর লাগে, তিনি শান্তিতেই চলে যেতে চান। তাঁর এই মন্তব্যের সমর্থনে ভক্তরা ভরিয়ে তুলেছে কমেন্টবক্স।





