Bollywood Controversy: ষড়যন্ত্রের শিকার কাজল! বলিউড কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন শাহরুখ! স্বীকার করেন কিং খান

Shah Rukh Khan-Kajol Relationship: বি-টাউনের পর্দায় পাওয়ার কপিল কাজল-শাহরুখ, তাঁদের মধ্যে কি না এমন সম্পর্ক ছিল! বিশ্বাস হতে কষ্ট হলেও এটাই সত্যি, শাহরুখ খান মোটেও পছন্দ করতে না কাজলকে।

| Edited By: | Updated on: Mar 26, 2022 | 8:25 AM
বি-টাউনের পর্দায় পাওয়ার কপিল কাজল-শাহরুখ, তাঁদের মধ্যে কি না এমন সম্পর্ক ছিল! বিশ্বাস হতে কষ্ট হলেও এটাই সত্যি, শাহরুখ খান মোটেও পছন্দ করতে না কাজলকে।

বি-টাউনের পর্দায় পাওয়ার কপিল কাজল-শাহরুখ, তাঁদের মধ্যে কি না এমন সম্পর্ক ছিল! বিশ্বাস হতে কষ্ট হলেও এটাই সত্যি, শাহরুখ খান মোটেও পছন্দ করতে না কাজলকে।

1 / 6
 এখানেই শেষ নয়, তিনি চাননি বি-টাউনে কাজ করুর কাজল, তার জন্য রীতিমত নিন্দে করতেও পিছু পা হননি তিনি। ঠিক কী ঘটেছিল!

এখানেই শেষ নয়, তিনি চাননি বি-টাউনে কাজ করুর কাজল, তার জন্য রীতিমত নিন্দে করতেও পিছু পা হননি তিনি। ঠিক কী ঘটেছিল!

2 / 6
তখন পুরোদমে চলছে বাজিগর ছবির শুটিং-এর কাজ, একের পর এক প্যাক্ট সিডিউল মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখের কাছে।

তখন পুরোদমে চলছে বাজিগর ছবির শুটিং-এর কাজ, একের পর এক প্যাক্ট সিডিউল মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখের কাছে।

3 / 6
তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিটব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখকে।

তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিটব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখকে।

4 / 6
আর মুহূর্তে শাহরুখ জানিয়ে দিয়েছিলেন, কাজলের সঙ্গে কাজ করা যায় না, একেবারেই ফোকাস নয় সে কাজে। এক কথায় জানিয়ে দেয় আমির যেন কাজলের সঙ্গে কাজ না করে।

আর মুহূর্তে শাহরুখ জানিয়ে দিয়েছিলেন, কাজলের সঙ্গে কাজ করা যায় না, একেবারেই ফোকাস নয় সে কাজে। এক কথায় জানিয়ে দেয় আমির যেন কাজলের সঙ্গে কাজ না করে।

5 / 6
এরপর কাজলের সঙ্গে যখন ছবিটি হিট হয়, তখন নিজেই ছবিটি দেখে তড়িঘড়ি ফোন করেছিলেন শাহরুখ খান আমিরকে, জানিয়ে দিয়েছিলেন, পর্দায় আমাদের কেমিষ্ট্রি অদ্ভুবভাবে কাজ করছে। সেদিন কাজলের প্রতি শাহরুখের ধারনা বদলায়।

এরপর কাজলের সঙ্গে যখন ছবিটি হিট হয়, তখন নিজেই ছবিটি দেখে তড়িঘড়ি ফোন করেছিলেন শাহরুখ খান আমিরকে, জানিয়ে দিয়েছিলেন, পর্দায় আমাদের কেমিষ্ট্রি অদ্ভুবভাবে কাজ করছে। সেদিন কাজলের প্রতি শাহরুখের ধারনা বদলায়।

6 / 6
Follow Us: