Srijit Mukherji: কার সঙ্গে দেখা করে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন সৃজিত?
এই প্যান্ডেমিককালে সম্মুখে সাক্ষাৎ না সেড়ে সৃজিত মিতালির সঙ্গে কথা বললেন ডিজিট্যাল উপায়ে। দু'জনে আড্ডা দিলেন চুটিয়ে। সেই আলাপচারিতার একটি স্ক্রিন-শট তুলে সৃজিত পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, "আমার সৌভাগ্য মিতালি রাজের মতো লেজেন্ডের সঙ্গে অবশেষে কথা হল। আমি খুবই আনন্দিত।"
মিতালি রাজের বায়োপিক নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ছবির নাম ‘শাবাশ মিঠু’। মুখ্য চরিত্রে তাপসী পান্নু। আর পরিচালক আমাদেরই বাংলার সৃজিত মুখোপাধ্যায়। ছবি হবে অথচ সৃজিত-মিতালির কথা হবে না, তা কী হয়। হলও তাই এবং সেই কথোপকথনের স্ক্রিন শট পরিচালক শেয়ার করেছেন তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে।
এই প্যান্ডেমিককালে সম্মুখে সাক্ষাৎ না সেড়ে সৃজিত মিতালির সঙ্গে কথা বললেন ডিজিট্যাল উপায়ে। দু’জনে আড্ডা দিলেন চুটিয়ে। সেই আলাপচারিতার একটি স্ক্রিন-শট তুলে সৃজিত পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমার সৌভাগ্য মিতালি রাজের মতো লেজেন্ডের সঙ্গে অবশেষে কথা হল। আমি খুবই আনন্দিত।”
মিতালি এক ভারতীয় মহিলা ক্রিকেটার। এক দিনের ও টেস্টে ক্রিকেটে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। গড়েছেন অনন্য নজির। ভারতের মহিলা ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন অন্য মাত্রায়। এবার তাঁর জীবন নিয়েই রুপোলি পর্দায় তৈরি হতে চলেছে ছবি। মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’। এবং সেই বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়।
দেশের খেলোয়াড় জগতের অনেককে নিয়েই ছবি তৈরি হয়েছে, হচ্ছে এবং আগামী দিনেও হবে। সম্প্রতি জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সেখানে হয়তো বিসিসিআই প্রেসিডেন্টের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। অন্যদিকে ঝুলন গোস্বামীর বায়োপিকও তৈরি হচ্ছে। অভিনয় করবেন অনুষ্কা শর্মা। ‘৮৩’ আসছে। কপিল দেবের ভূমিকায় রণবীর সিং। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, আজহারুদ্দিনকে নিয়ে আগেই তৈরি হয়েছে বায়োপিক।
সৃজিত মুখোপাধ্যায়ের কেরিয়ারে এটি প্রথম জীবনী মূল ছবি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অ্যান্থোলজি সিরিজ ‘রে’। সত্যজিৎ রায়ের চারটি গল্প নিয়ে তৈরি ছবির দুটি গল্প ‘স্মৃতিভ্রমণ’ ও ‘বহুরূপী’ পরিচালনা করেছেন সৃজিত। এখন তাঁর ধ্যানজ্ঞান ‘শাবাশ মিঠু’তে।
আরও পড়ুন: ‘২০০’ দলিত মহিলা আইন তুলে নিল হাতে; ভরা আদালতে চড়াও হল ধর্ষকের উপর!
Raj Kundra Case Update: ছাড়া পেলেন না রাজ কুন্দ্রা; ১৪ দিনের জেল হেফাজতে শিল্পার স্বামী