শ্রাবন্তীর কী হল হঠাৎ? ঢুকে পড়লেন শুভশ্রীর ব্যক্তিগত বৃত্তেও!

Tollywood Gossip: সদ্য মা হয়েছেন। কিন্তু মা হওয়া মানেই জীবন থেমে থাকা নয়। প্রমাণ দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গী হলেন আরও এক হট নায়িকা।

| Edited By: | Updated on: Dec 30, 2023 | 2:37 PM
সদ্য মা হয়েছেন। কিন্তু মা হওয়া মানেই জীবন থেমে থাকা নয়। প্রমাণ দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গী হলেন আরও এক হট নায়িকা।

সদ্য মা হয়েছেন। কিন্তু মা হওয়া মানেই জীবন থেমে থাকা নয়। প্রমাণ দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গী হলেন আরও এক হট নায়িকা।

1 / 8
 তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি এক জন্মদিনের পার্টিতে শ্রাবন্তীর সঙ্গেই  মেতে উঠলেন শুভশ্রী। সেই সব ছবিই এখন সামাজিক মাধ্যমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।

তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি এক জন্মদিনের পার্টিতে শ্রাবন্তীর সঙ্গেই মেতে উঠলেন শুভশ্রী। সেই সব ছবিই এখন সামাজিক মাধ্যমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।

2 / 8
নিশিঠেকে সদ্য মা শুভশ্রীকে দেখে সবাই যে তা ভালভাবে নিয়েছে এমনটা ভাবার কোনও কারণ নেই। তাতে যদিও শুভশ্রীর বিশেষ কিছু যায় আসে না, আগেই সেই কথা বলেছিলেন তিনি।

নিশিঠেকে সদ্য মা শুভশ্রীকে দেখে সবাই যে তা ভালভাবে নিয়েছে এমনটা ভাবার কোনও কারণ নেই। তাতে যদিও শুভশ্রীর বিশেষ কিছু যায় আসে না, আগেই সেই কথা বলেছিলেন তিনি।

3 / 8
তবে শ্রাবন্তী ও শুভশ্রী এই হঠাৎ নৈকট্য কিন্তু চোখ এড়ায়নি তাঁদের ভক্তদের। দু'জনে এক জায়গায় থাকেন। দু'জনের মধ্যে চিরকালই বজায় ছিল সদ্ভাব। কিন্তু 'বিএফএফ'?

তবে শ্রাবন্তী ও শুভশ্রী এই হঠাৎ নৈকট্য কিন্তু চোখ এড়ায়নি তাঁদের ভক্তদের। দু'জনে এক জায়গায় থাকেন। দু'জনের মধ্যে চিরকালই বজায় ছিল সদ্ভাব। কিন্তু 'বিএফএফ'?

4 / 8
না, এতটা হৃদ্যতা দেখা যাচ্ছে কিছু মাস আগে থেকেই। একসঙ্গে পুরীতেও গিয়েছিলেন দু'জনে। শুধু কি তাই? শুভশ্রীর পুরো প্রেগন্যান্সি জার্নিতেও তিনি পাশে পেয়েছেন শ্রাবন্তীকে।

না, এতটা হৃদ্যতা দেখা যাচ্ছে কিছু মাস আগে থেকেই। একসঙ্গে পুরীতেও গিয়েছিলেন দু'জনে। শুধু কি তাই? শুভশ্রীর পুরো প্রেগন্যান্সি জার্নিতেও তিনি পাশে পেয়েছেন শ্রাবন্তীকে।

5 / 8
যদিও নিন্দুকদের মন্তব্য, "সাবধান দেখবেন যেন নুসরত ও মিমির মতো না হয়। একসময় তাঁদের সখ্যও তো সবাই দেখেছেন। কিন্তু এখন! দু'জনকে যে একসঙ্গে দেখাই যায় না।"

যদিও নিন্দুকদের মন্তব্য, "সাবধান দেখবেন যেন নুসরত ও মিমির মতো না হয়। একসময় তাঁদের সখ্যও তো সবাই দেখেছেন। কিন্তু এখন! দু'জনকে যে একসঙ্গে দেখাই যায় না।"

6 / 8
গত নভেম্বরেই মা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলের পর ঘরে এসেছে কন্যাসন্তান। সম্প্রতি বিদেশ থেকেও ঘুরে এসেছেন তিনি।

গত নভেম্বরেই মা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলের পর ঘরে এসেছে কন্যাসন্তান। সম্প্রতি বিদেশ থেকেও ঘুরে এসেছেন তিনি।

7 / 8
শুভশ্রী।

শুভশ্রী।

8 / 8
Follow Us: