Subhashree Ganguly: ওজন ঝরিয়ে ছিপছিপে, জন্মদিনে শুভশ্রীর সাদা শাড়ির রোশনাইয়ে বুঁদ সকলেই
Subhashree Ganguly: । সারা দিন জুড়েই তাঁকে ঘিরে ফ্যানেদের উন্মাদনা, উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়া ভেসেছিল শুভেচ্ছা বার্তায়। রাজের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছিল আদরের চুমু, ভালবাসার বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আগের দিন মধ্যরাতেই শুরু হয়েছিল সেই জন্মদিন পালনের প্রস্তুতি। চলছিল আয়োজন। অবশেষে গতকালের নিশি পার্টিতেই তাঁর মধুরেন সমাপয়েত হল অবশেষে। ৩২ বছর পূর্ণ করলেন অভিনেত্রী। সারা দিন জুড়েই তাঁকে ঘিরে ফ্যানেদের উন্মাদনা, উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়া ভেসেছিল শুভেচ্ছা বার্তায়। রাজের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছিল আদরের চুমু, ভালবাসার বহিঃপ্রকাশ।
জন্মদিনের রাতে বাড়ির পোশাক বদলে গেল সাদা সিফন শাড়িতে, সঙ্গে রঙমিলান্তি রাজ। চারিদিকে উচ্ছ্বাস, শুভশ্রীকে ঘিরে থাকা বন্ধুদের সববেত কন্ঠে জন্মদিনের শুভেচ্ছা আর কেক কাটা, হাজির রাজও। এই দিনটা না হয় কাজ কিছুটা তোলাই থাক। শুভশ্রী ওজন ঝরিয়েছেন বেশ খানিকটা। খোলা চুলে, স্লিভলেস ব্লাইজ আর সাদা শাড়িতে একমুখ হাসি নিয়ে জন্মদিন চুটিয়ে উপভোগ করতে দেখা গেল তাঁকে। বর্ধমানেই বেড়ে হয়ে ওঠা শুভশ্রীর। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। হয়েওছেন তাই। জীবনে উত্থান পতন দুইয়েরই সম্মুখীন হয়েছেন। একসময় মনে হয়েছিল অভিনয় করবেন না। অনেক দিন ছিলেন কর্মহীন। ব্যক্তিগত সম্পর্কের জেরে জীবনও ছিল উথালপাথাল। কিন্তু যার নামেই রয়েছে শুভ তাঁর সঙ্গে শুভ হবে না তা কী করে হয়? ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বিগত তিন-চার বছরে অনেক কিছুই ঘটেগুয়েছে তাঁর জীবন জুড়ে।
বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। লকডাউনে মা হয়েছেন, তাঁর জীবন জুড়ে এখন ছেলে ইউভান। তবে কাজ থামাননি তিনি। মাতৃত্বকালীন অবস্থায় ওজন বেড়ে গিয়েছিল খানিকটা। সে নিয়ে লাগাতার ট্রোলিংও থামাতে পারেনি তাঁকে। বরং তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সংসার-সন্তান সামলে একের পর এক ছবি উপহার দিয়েছেন বাংলা সিনেমা জগতকে। এই বছরে ইতিমধ্যেই ৪টে ছবি মুক্তি পেয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে, ‘বৌদি ক্যান্টিন’, ‘বিসমিল্লাহ’, ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’– বক্সঅফিসের নিরিখে ওই ছবিগুলি হিট না হলেও শুভশ্রীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। রাজের পরিচালনায় ‘পরিণীতা’র মধ্যে দিয়েই যেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। যে ইনিংস থামায় নয়, থামছেনও না তিনি।
View this post on Instagram