Mrinal Sen Biopic: মা-বাবা হিসেবে অন্যদের দেখে অদ্ভুত লাগছে: মৃণাল-পুত্র কুণাল সেন
Mrinal Sen Biopic-Padatik: বাবা-মা হিসেবে অন্য অভিনেতাদের সাজতে দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন মৃণাল সেনের একমাত্র সন্তান পুত্র কুণাল সেন। দেখুন কী প্রতিপ্রিয়া তাঁর।
শুক্রবার প্রকাশ পেয়েছে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ছবিতে চরিত্রদের লুক। ফের চমকে দিয়েছে প্রস্থেটিক মেকআপ। চমকে দিয়েছিলেন টালিগঞ্জের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। মৃণালের আত্মজীবনী মূলক বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন মনামী ঘোষ। বাবা-মা হিসেবে অন্য অভিনেতাদের সাজতে দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন মৃণাল সেনের একমাত্র সন্তান পুত্র কুণাল সেন। দেখুন কী প্রতিপ্রিয়া তাঁর।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বায়োপিক ‘পদাতিক’-এর সবক’টি লুক শেয়ার করেছেন কুণাল। সেখানে দেখা যাচ্ছে, এক অভিনেতা তাঁর চরিত্রেও অভিনয় করছেন। যে অভিনেতা কুণালের চরিত্রে অভিনয় করছেন, তাঁর নাম সম্রাট চক্রবর্তী। রয়েছে বিভিন্ন বয়সে মৃণাল সেনের লুকও। যুবক বয়সি মৃণালের চরিত্রে অভিনয় করছেন কোরক সামন্ত। এসব দেখে নিজের ফেসবুক ওয়ালে কুণাল লিখেছেন, “মা-বাবা হিসেবে অন্যদের এবং নিজেকে দেখে অদ্ভুত লাগছে। এরা আবার আমাদের মতো অভিনয়ও করবেন।”
কিছুদিন আগে TV9 বাংলাকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন কুণাল সেন। সুদূর শিকাগো থেকে তিনি জানিয়েছিলেন বাবার এই বায়োপিক তৈরি সংক্রান্ত নানা কথা। দিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। তিনি জানিয়েছিলেন, অভিনেতা চঞ্চল চৌধুরীর কাজ সম্পর্কে কোনও ধারণাই তাঁর নেই। তবে তিনি তাঁর ছবি দেখেছেন। বাবার সঙ্গে চেহারার মিল খুঁজে পাওয়ার বিষয়ে তিনি সেদিনই জানিয়েছিলেন, চেহারায় মিল থাকাটা তাঁর কাছে খুব বড় বিষয় নয়। কেবল তথ্যগত কোনও ভুল না থাকলেই হল।