Sreelekha Mitra: আজকের দিনটা ভুলে যেতে চান শ্রীলেখা, কিন্তু কিছুতেই পারেন না
Tollywood: ইউরোপ সফর থেকে ফিরে এসেই অন্ধকার নেমে আসে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে। ঠিক যেন সব আলো কেড়ে নেওয়া হয় তাঁর মাথার উপর থেকে। কারণ, বাবার মৃত্যু। যে বাবাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালবাসেন অভিনেত্রী। চিকিৎসার সময়টুকু না দিয়ে হঠাৎই মারা যান তিনি।

২০২১ সালের আজকের দিনটায় হঠাৎই মারা যান অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাবা। এই ঘটনার ঠিক কিছুদিন আগেই তাঁর অভিনীত এবং আদিত্য বিক্রম সেনগুপ্তর পরিচালনায় তৈরি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভেনিসে গিয়েছিলেন শ্রীলেখা। দারুণ ঘুরেছিলেন ইউরোপের কিছু দেশে। ফিরে এসেই অন্ধকার নেমে আসে অভিনেত্রীর জীবনে। ঠিক যেন সব আলো কেড়ে নেওয়া হয় তাঁর মাথার উপর থেকে। কারণ, বাবার মৃত্যু। যে বাবাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালবাসেন অভিনেত্রী। চিকিৎসার সময়টুকু না দিয়ে হঠাৎই মারা যান তিনি।
বাবার মৃত্যুর পর ২ বছর কেটে গিয়েছে। চলছে শ্রীলেখার রোজনামচাও। কিন্তু প্রতিদিনের এই জীবনযাত্রায় অভিনেত্রী একমুহূর্তের জন্যেও ভোলেননি তাঁর বাবাকে। বাবাকে কি ভোলা যায়। প্রতিবছর এই দিনটা এলেই বাবার জন্য আরও বেশি মন কেঁদে ওঠে তাঁর। কালো মেঘে ঢাকা গুমট দিনটাকে একেবারে ভুলে যেতে চান শ্রীলেখা। কিন্তু পারেন না। পারেন না বলেই তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ার পাতায়। বাবার সঙ্গে একটি আদর-মাখা ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “এই সময় দু’বছর আগে, বাবা তুমি নেই। ভেবেছিলাম আজকের দিনটা ভুলে যাব। কিছু ভাবব না আলাদা করে। মনে করব না। প্রত্যেকদিনই মনে পড়ে তো। প্রত্যেক সেকেন্ডে মনে পড়ে। কীসের তাগিদে জানি না দিলাম একটা ছবি। আমাদের কাউকে কিছু করার সুযোগ দিলে না তুমি। যাই হোক ভালো থেকো যেখানেই আছো।”
প্রতিবছর অগস্ট-সেপ্টেম্বর মাসে কোথাও না-কোথাও বেড়াতে যান শ্রীলেখা। কখনও এদেশ, কখনও বিদেশ। ২০২১ সালে গিয়েছিলেন ভেনিস। এবার ঘুরে এলেন উত্তরাখণ্ড থেকে। একান্ত যাত্রার সমস্ত মুহূর্ত অভিনেত্রী ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ফিরেছেন দিন কয়েক আগে। আর ফিরে এসেই এই সব কেড়ে নেওয়া দিনটায় একাকী তারকা।





