AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: “আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছ তুমি… কোনওদিনও ভুলব না”, ২০২১কে খোলা চিঠি শ্রীলেখার

কিছুদিন আগের ঘটনা। ভেনিসের পর দুবাইয়ে চলে যান শ্রীলেখা। বাংলাদেশের একটি সম্মান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দুবাইয়ে যান শ্রীলেখা। তারপর ঘুরে বেড়ান দুবাই। বুর্জ খালিফায় গিয়ে দারুণ মজা করেছেন অভিনেত্রী।

Sreelekha Mitra: আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছ তুমি... কোনওদিনও ভুলব না, ২০২১কে খোলা চিঠি শ্রীলেখার
শ্রীলেখা মিত্র।
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 1:04 PM
Share

জীবনের ওঠানামার কার্ভ কীরকম হতে পারে, তাঁর নিদর্শন শ্রীলেখা মিত্রর জীবন। দারুণ সাফল্য আসার পরক্ষণেই দুঃখ। কেবল তিনি নন, চোখে জল ফেলতে শুরু করে দেন অনুরাগীরাও। ২০২১ সালে অভিনেত্রীর জীবন বেশ ঘটনাবহুল। একদিকে যেমন ভেনিসের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন, অন্যদিকে হারিয়েছেন জীবনের প্রথম হিরো ও সবচেয়ে কাছের বন্ধু বাবাকে। আরও অনেক ছোটবড় ঘটনা ঘটেছে শ্রীলেখার জীবনে। বছর শেষে ২০২১-কে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী।

শ্রীলেখা লিখেছেন,

“প্রিয় ২০২১,

তোমাকে আলবিদা জানাতে এসেছি। তুমি এক রাজকন্যার থেকে তাঁর বাবাকে ছিনিয়ে নিয়েছ। তাঁকে বরাবরের মতো অনাথ করে দিয়েছ। তাই তোমাকে কিছুতেই ভুলতে পারব না এই জীবনে। সেই তুমিই আমাকে এমন সম্মান দিয়েছ, যা আমি কোনওদিন কল্পনাও করতে পারিনি। আমাকে সেই মঞ্চে পৌঁছে দিয়েছ, অর্থাৎ ভেনিসের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে গিয়েছ। এবং এমন সময় নিয়ে গিয়েছ, যখন আমার নিজের শহরের লোক কেবলই আমার খুঁত ধরেছে। আমার মধ্যে খামতি খোঁজার চেষ্টা করেছে। চোখে জল নিয়ে, মুখে ভাঁজ রেখে বলতে চাই ‘কে সেরা সেরা, হোয়াইট উইল বি উইল বি…'”

কিছুদিন আগের ঘটনা। ভেনিসের পর দুবাইয়ে চলে যান শ্রীলেখা। বাংলাদেশের একটি সম্মান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দুবাইয়ে যান শ্রীলেখা। তারপর ঘুরে বেড়ান দুবাই। বুর্জ খালিফায় গিয়ে দারুণ মজা করেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মুক্তি পায় শ্রীলেখা মিত্র অভিনীত ও শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবিটি। রানুদির চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। প্রশংসিত হয়েছে শ্রীলেখার পারফরম্যান্স। ভেনিসে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হয়েছিল। সেই ছবিতেও অভিনয় করেছেন শ্রীলেখা। সেই কারণেই তাঁর ভেনিস যাওয়া। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তাঁর বিশ্বাস দর্শকের মন ছুঁয়ে যাবে সেই ছবিও।

আরও পড়ুন:  Aindrila Sharma: চিকিৎসা শেষ হয়েছে ঐন্দ্রিলার, অভিনেত্রীর একগাল হাসি মুখই যেন বলে দিচ্ছে সব কথা