করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগর
‘ইয়ে রিশতা ক্যায়া কহলতা হ্যায়’ ছাড়াও ‘তেরা ইয়ার হু ম্যায়’, ‘উড়ান’, ‘জিত গয়ি তো পিয়া মোরে’-র মতো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন দিব্যা।
প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী দিব্যা ভাটনগর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৪ বছর। গত নভেম্বরে করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাসালে ভর্তি করতে হয়েছিল দিব্যাকে। কিন্তু শেষরক্ষা হল না।
দিব্যার ঘনিষ্ঠ নামপ্রকাশে অনিচ্ছুক এক কাস্টিং ডিরেক্টর সংবাদমাধ্যমে জানান, গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় দিব্যাকে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনার কারণেই মৃত্যু হল তাঁর।
আরও পড়ুন,
View this post on Instagram
‘ইয়ে রিশতা ক্যায়া কহলতা হ্যায়’-এর মতো ধারাবাহিকে দিব্যার অভিনয় পছন্দ করেছেন দর্শক। তিনি হিন্দি টেলিভিশনের যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এত অল্প বয়সে করোনা আক্রান্ত হয়ে দিব্যার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর ইন্ডাস্ট্রির সতীর্থরা। দেবলীনা ভট্টাচার্য, শিল্পা শিরোদকারের মতো অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন দিব্যাকে।
আরও পড়ুন, ‘টুম্পা সোনা’ গানের সঙ্গে এবার নাচলেন শ্রীলেখা মিত্র!
View this post on Instagram
দেবলীনা পুরনো একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যখন কেউ থাকত না, তখন অন্তত তুই থাকতিস। মনের কথা তোকে বলতে পারতাম। আমি জানি, তোর জন্য জীবন খুব একটা সহজ ছিল না। যে ব্যথা তুই পেয়েছিস, তা সহ্য করা কঠিন। আজ হয়তো তুই অনেক ভাল জায়গায় আছিস। সমস্ত দুঃখ, কষ্ট, মিথ্যে, প্রতারণার থেকে মুক্ত হতে পেরেছিস। তুই দেখতেই বড় ছিলিস, কিন্তু আসলে একটা বাচ্চা। তোকে মিস করব দিব্যু…।” ‘ইয়ে রিশতা ক্যায়া কহলতা হ্যায়’ ছাড়াও ‘তেরা ইয়ার হু ম্যায়’, ‘উড়ান’, ‘জিত গয়ি তো পিয়া মোরে’-র মতো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন দিব্যা। তাঁকে মিস করবেন দর্শকও।