AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের ছেলেকে সিনেমায় আসতে দেননি উত্তম কুমার! বরং সাবধান করে বড় কথা বলে দিয়েছিলেন মহানায়ক

'অন্ধ অতীত' নামে একটি ছবির অফার পেয়েছিলেন উত্তমপুত্র গৌতম। ছবির পরিচালক হীরেন নাগ। এই ছবিতে অভিনয় করেছেন খোদ উত্তমও। বাবার সঙ্গে সহঅভিনেতা হিসেবে কাজ করার কথা ছিল গৌতমের।

নিজের ছেলেকে সিনেমায় আসতে দেননি উত্তম কুমার! বরং সাবধান করে বড় কথা বলে দিয়েছিলেন মহানায়ক
| Updated on: Jul 01, 2025 | 4:13 PM
Share

উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায়ও চেয়েছিলেন অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে। তাই পড়াশুনো শেষ করে মনের সেই ইচ্ছা বাবাকে জানিয়ে ছিলেন গৌতম। কিন্তু ছেলের মুখ থেকে অভিনয়ের কথা শুনেই রীতিমতো বিরক্ত হয়েছিলেন মহানায়ক। আর শুধু বিরক্তিই নয়, ছেলেকে স্পষ্ট বলে দিয়েছিলেন, আর যাই হোক অভিনয় করা যাবে না! সিনেমায় তোমার কোনও কেরিয়ার নেই!

‘অন্ধ অতীত’ নামে একটি ছবির অফার পেয়েছিলেন উত্তমপুত্র গৌতম। ছবির পরিচালক হীরেন নাগ। এই ছবিতে অভিনয় করেছেন খোদ উত্তমও। বাবার সঙ্গে সহঅভিনেতা হিসেবে কাজ করার কথা ছিল গৌতমের। পরিচালক এবং গৌতম এমনটিই চেয়েছিলেন। কিন্তু উত্তম একেবারেই চাননি তাঁর ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখুক।

তা হঠাৎ ছেলেকে এমন কেন বলেছিলেন মহানায়ক?

তিনি ভারতীয় চলচ্চিত্রের মহানায়ক হলেও, উত্তম কুমারের কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না। একটা সুযোগ পাওয়ার জন্য কখনও এনটিওয়ান, কখনও ইন্দ্রপুরী স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। তারপর সুযোগ মিললেও, একের পর এক ছবি ফ্লপ। সেই সময় অবশ্য কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম। পর পর ছবি ফ্লপ হওয়ার কারণে, উত্তম তো ঠিক করেই ফেলেছিলেন অভিনয় জগত ছেড়ে দেবেন। তবে বলে না, কপালে যা লেখা থাকে, তাই ঘটে। উত্তম যে ইতিহাস রচনা করবেন, তা যেন আগে থেকেই নিশ্চিত ছিল। আর সেই কারণেই ভাগ্যের চাকা ঘোরে, আর উত্তম ধীরে ধীরে হয়ে ওঠেন টলিউডের চোখের মণি। কিন্তু উত্তম চাননি, তাঁর ছেলে গৌতম এমন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাক। আর সেই কারণেই ছেলেকে অভিনয়ে আসতে বারণ করেছিলেন। এমনকী, উত্তম আগে থেকে বুঝেছিলেন গৌতম সিনেমায় পা রাখলেই,  তাঁর সঙ্গে তুলনা হবে এবং এর ফলে মানসিক চাপে পড়বেন গৌতম। ছেলের কঠিন ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মহানায়ক। তরুণ কুমারের লেখা থেকে জানা যায়, উত্তম তাঁর ছেলে গৌতমের জন্য নিজেই ওষুধের ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন।