AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুম্বই মেট্রোর ভিতরে স্টান্ট, বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কড়া বার্তা কর্তৃপক্ষের

MMMOCL তাঁদের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে, মেট্রোর ভিতরে এই ধরনের আচরণ করলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শুধু অভিনেতাকেই নয়, সাধারণ যাত্রীদেরও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে।

মুম্বই মেট্রোর ভিতরে স্টান্ট, বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কড়া বার্তা কর্তৃপক্ষের
| Updated on: Jan 26, 2026 | 7:00 PM
Share

মুম্বই মেট্রোর ভিতরে স্টান্ট করার অভিযোগে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বই মেট্রো রেলের ভিতরে দাঁড়িয়ে ওভারহেড হ্যান্ডেল ধরে ঝুলছেন বরুণ ধাওয়ান। সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (MMMOCL) সরাসরি সতর্কবার্তা দিয়েছে অভিনেতাকে। মেট্রো কর্তৃপক্ষ জানায়, এই ধরনের কাজ শুধুমাত্র বিপজ্জনক নয়, আইনত অপরাধ। মেট্রোর ভিতরে যাত্রী সুরক্ষার জন্য যে সরঞ্জামগুলি ব্যবহার করা হয়, সেগুলি কোনওভাবেই স্টান্ট বা বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।

MMMOCL তাঁদের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে, মেট্রোর ভিতরে এই ধরনের আচরণ করলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শুধু অভিনেতাকেই নয়, সাধারণ যাত্রীদেরও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানায়, Metro Railways (Operations and Maintenance) Act, 2002 অনুযায়ী এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা যেতে পারে। নিয়ম ভাঙলে জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ মনে করছেন, জনপ্রিয় তারকাদের আচরণ সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে, তাই জনসমক্ষে এই ধরণের আচরণ করা উচিৎ নয়। আবার কেউ কেউ এটিকে হালকা ভাবে মজার ছলে নিচ্ছেন। তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা যাবে না।

২৩ শে জানুয়ারী মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘বর্ডার ২’। বরুণ ধাওয়ানের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন ছবিপ্রেমীরা। তবে মুক্তির পর পরই অভিনেতার এহেন সমস্যায় জড়ানো নিয়ে মন খারাপ ভক্তদের।