পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনোজ কুমারকে শেষ বিদায়, উপস্থিত সেলিম-অমিতাভ
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মণোজ কুমারের প্রয়াণে চলচ্চিত্র জগতের শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। তারই প্রস্তুতি চলছে পুরো দমে।

শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার। মুম্বইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন নায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোজ কুমারের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সিনেজগতে। শনিবার অর্থাৎ ৫ এপ্রিল তাঁর শেষকৃত্য। এদিন সকাল থেকেই মুম্বইয়ে ব্যস্ততা তুঙ্গে। অভিনেতার শেষবিদায়ে সামিল বলিপাড়ার তাবড় তাবড় অভিনেতারা।
প্রখ্যাত বলিউড অভিনেতা মণোজ কুমার শুক্রবার ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মণোজ কুমারের প্রয়াণে চলচ্চিত্র জগতের শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। তারই প্রস্তুতি চলছে পুরো দমে।
মনোজ কুমারের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যরা ও চলচ্চিত্রের একাধিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের পাওয়ান হান্স শ্মশানে। তাঁর শেষকৃত্যে উপস্থিত বলিউডের অনেক শীর্ষ ব্যক্তিত্ব। সেলিম খান, আরবাজ খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সহ অনেককেই দেখা গিয়েছে এদিন। সকলেই তারকা মনোজ কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে শ্মশানস্থলে উপস্থিত হন।
মনোজ কুমার তাঁর জীবনে একাধিক দেশপ্রেমিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তাঁর অভিনয়শৈলী আজও দর্শকদের মনের মধ্যে অম্লান। যেই কারণেই তাঁকে ভারত কুমার বলেও ডাকা হতো। প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনায় TV9 বাংলা।





