গুরু দত্তের বায়োপিকে ভিকি কৌশল?
গুরু দত্তের পরিবারের সঙ্গে আলোচনা চলছে বলেই শোনা যাচ্ছে। পরিচালক গুরু দত্তের বায়োপিক করতে হলে তাদের অনুমতি প্রয়োজন।

ভিকি কৌশলের অভিনয় প্রতিভা নিয়ে বলিউডের অন্দর থেকে দর্শকদের মধ্যে কোন সন্দেহ নেই । একের পর এক ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি ‘ছাবা’ ছবির জনপ্রিয়তার পর নতুন কোন বায়োপিকে দেখা যাবে তাঁকে চলছে আলোচনা। এরই মাঝে সূত্রের কথা অনুযায়ী হিন্দি ছবির প্রবাদ প্রতিম অভিনেতা ও পরিচালক গুরুদত্তের বায়োপিকে গুরু দত্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে? জানা যাচ্ছে গুরুদত্তের সমস্ত ছবির রাইট রয়েছে যে কোম্পানির কাছে, সেই কম্পানির সিওও রজত আগারওয়াল একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তাদের কাছেই গুরু দত্তের সব ছবির রাইট রয়েছে। তারা বলিউডের বেশকিছু পরিচালকদের সঙ্গে কথা বলেছেন, তাদের ইচ্ছে গুরু দত্তের কালজয়ী ছবির বিষয় নিয়ে যদি রি মেকআপ করে ওয়েব সিরিজ করা যায়। প্রসঙ্গত গুরু দত্তের ‘পিয়াসা’, ‘কাগজকে ফুল’, ‘ সাহেব বিবি আর গুলাম’ হিন্দি ছবির ইতিহাসে মাইলস্টোন হয়ে রয়েছে।
এছাড়াও এই কম্পানি পরিকল্পনা করছেন গুরু দত্তের জীবনী নিয়ে যদি একটি ছবি করা যায়। কারণ গুরুদত্তের সিনেমা কেরিয়ারে যে উচ্চতায় গিয়েছিল, ঠিক ততটাই গভীরতা ছিল তাঁর ব্যক্তিগত জীবনে। রজত আগারওয়াল আরও যোগ করেন তাঁর মতে গুরু দত্তের উপর বায়োপিক হলে অবশ্যই গুরু দত্তের চরিত্র ঌএ তিনি বলিউডের সুপারস্টার ভিকি কৌশলকেই ভাবছেন। কারণ তিনি মনে করেন, ভিকির মত অভিনেতার পক্ষেই গুরু দত্তের জীবনের গভীরতাকে পর্দায় বোঝানো সম্ভব। আপাতত এই বায়োপিক নিয়ে গুরু দত্তের পরিবারের সঙ্গে আলোচনা চলছে ,তাদের অনুমতি প্রয়োজন। যদিও এই নিয়ে ভিকি কৌশালের কোন বক্তব্য এখনও আসেনি। আপাতত ভিকি কৌশল আপাতত ব্যস্ত পরিচালক প্রযোজক সঞ্জয় লীলা ভানশালির আগামী ছবি ‘লাভ এন্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রণবীর কপুর ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে।
