‘ভারী চেহারা নিয়ে সমালোচনা হত’, বডি শেমিং নিয়ে মুখ খুললেন বিদ্যা

চেহারা নিয়ে বলিউডের ভাবনার বদল খুব বেশিদিনের নয়। নায়িকা অর্থাৎ তাঁকে ফর্সা, কোমল, পেলব, ছিপছিপে চেহারার হতে হবে, এমন ধারণাই ছিল। ফলে কেরিয়ারের প্রথম দিকে নিজের ভারী চেহারা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিদ্যাকে।

‘ভারী চেহারা নিয়ে সমালোচনা হত’, বডি শেমিং নিয়ে মুখ খুললেন বিদ্যা
বিদ্যা বালন।
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 1:12 PM

বলিউডের (bollywood) প্রথম সারির অভিনেত্রীদের (Actress) মধ্যে নিজের জায়গা পাকা করে ফেলেছেন বিদ্যা বালন (Vidya Balan)। তাঁর অভিনয়, তাঁর ব্যক্তিত্ব নিয়ে চর্চা হয় সিনে মহলে। নায়িকা সুলভ পেলব চেহারা নিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি। বরং প্রথম থেকেই তাঁর গড়ন ছিল ভারীর দিকেই।

‘কাহানি’, ‘ডার্টি পিকচার’, ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলা দেবী’-র মতো একের পর এক ছবি বলিউডকে উপহার দিয়েছেন বিদ্যা। কিন্তু সেখানে তাঁর চেহারা নয়। গুরুত্ব পেয়েছে ছবির বিষয়। চরিত্র অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছেন বিদ্যা।

তবে চেহারা নিয়ে বলিউডের ভাবনার বদল খুব বেশিদিনের নয়। নায়িকা অর্থাৎ তাঁকে ফর্সা, কোমল, পেলব, ছিপছিপে চেহারার হতে হবে, এমন ধারণাই ছিল। ফলে কেরিয়ারের প্রথম দিকে নিজের ভারী চেহারা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিদ্যাকে। এমনকি তাঁর ওজন, ভারী চেহারা নিয়ে জাতীয় স্তরে কথা হত! অর্থাৎ কার্যতই বডি শেমিংয়ের শিকার হতে হয় তাঁকে।

আরও পড়ুন, প্রথম ‘ভালবাসা’র সঙ্গে আদিদেভ চট্টোপাধ্যায়! কে তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিদ্যা বলেন, “প্রথম থেকেই আমার ভারী চেহারা, ওজন নিয়ে প্রকাশ্যেই আলোচনা হত বলিউডে। কোনও ব্যক্তিগত বিষয় ছিল না। আমার পরিবারে কেউ ছবির জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে সেই কঠিন দিন গুলোতে আমাকে পরিবারের কেউ বলেননি, এই সময়টা বেশি দিন থাকবে না।”

ওই সাক্ষাৎকারেই বিদ্যা জানিয়েছেন, তাঁর হরমোনের সমস্যা ছিল। সে কারণেই ওজন নিয়ন্ত্রণে ছিল না। এই শারীরিক সমস্যার জন্য রেগে যেতেন তিনি। হতাশ হতেন। এখন আর এই বিষয়টা গুরুত্বপূর্ণ না হলেও শুরুর দিন গুলো খুব একটা সহজ ছিল না। খারাপ লাগলেও সকলের সামনে সহজ থাকার চেষ্টা করতেন। সকলেই তাঁকে কোনও না কোনও ভাবে বিচার করতেন। সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার একমাত্র উপায় হিসেবে বিদ্যা বলেন, “যতক্ষণ না পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারছ, এই অভিনয় তোমাকে চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন, করোনার টিকা নিলেন রচনা, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি