TRP Report: বেঙ্গল টপার ‘পরিণীতা’, প্রথম পাঁচে কারা?
আইপিএল শুরু হয়েছে। তাই বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং একটু কমেছে। ‘কথা’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘চিরসখা’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি।

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরিণীতা’ ৭ পেল। এই নিয়ে ১২ বার বেঙ্গল টপার হলে ‘পরিণীতা’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.৫ পেয়েছে সেটি। একদম যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তা বোঝা যাচ্ছে। ‘জগদ্ধাত্রী’ আর ‘ফুলকি’-র রেটিং ৬.৮। তিন নম্বর জায়গায় রয়েছে ‘পরশুরাম’। চতুর্থ ‘রাঙামতি তিরন্দাজ’। সেই ধারাবাহিকের রেটিং ৬.৩। প্রথম পাঁচে চলে এল ‘চিরদিনই তুমি যে আমার’। ৬ রেটিং নিয়ে এটি যেমন প্রথম পাঁচে এল, তেমনই ‘গীতা এলএলবি’ ধারাবাহিককে গোল দিয়েছে জীতু কমল-দিতিপ্রিয়া রায় অভিনীত নতুন ধারাবাহিকটা। আইপিএল শুরু হয়েছে। তাই বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং একটু কমেছে। ‘কথা’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘চিরসখা’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি।
ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছে ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৪ বার বেঙ্গল টপার হলে তবে, ‘মিঠাই’-কে ছুঁতে পারবে ‘পরিণীতা’। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল।





