AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কুনজরের শিকার আলিয়া আর জাহ্নবী? বাঁচার জন্য কী করলেন জানুন

কান-এ আলিয়া কানের পিছনে কালো টিপ লাগিয়ে নিতে ভুললেন না। সেটা নজরে আসতেই বিস্তর চর্চা শুরু হয়েছে বলিউডে। কুনজর কতটা ক্ষতি করে তারকাদের সেটা তাঁরা নাকি নিজেরা বুঝতে শুরু করেছেন। তাই কুনজর এড়াতে আলিয়া কালো টিপের সাহায্য নিলেন, এমনই আঁচ করা হচ্ছে।

কুনজরের শিকার আলিয়া আর জাহ্নবী? বাঁচার জন্য কী করলেন জানুন
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2025 | 11:38 AM

কান চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেটে হাঁটলেন আলিয়া ভাট। এই চলচ্চিত্র উত্‍সব শুরুর প্রথম দিনে আলিয়ার যাওয়ার কথা ছিল। সেই প্ল্যান নাকি বদল করেছিলেন নায়িকা। তখন ভারত-পাকিস্তানের যুদ্ধ বড় আকার নিয়েছিল। সেই কারণে আলিয়া কান-এ যাওয়া বাতিল করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ অবধি সুন্দর একটা গাউনে আলিয়াকে দেখা গেল কান-এ।

কান-এ আলিয়া কানের পিছনে কালো টিপ লাগিয়ে নিতে ভুললেন না। সেটা নজরে আসতেই বিস্তর চর্চা শুরু হয়েছে বলিউডে। কুনজর কতটা ক্ষতি করে তারকাদের সেটা তাঁরা নাকি নিজেরা বুঝতে শুরু করেছেন। তাই কুনজর এড়াতে আলিয়া কালো টিপের সাহায্য নিলেন, এমনই আঁচ করা হচ্ছে।

অন্যদিকে জাহ্নবী কাপুর এবার পৌঁছে গিয়েছেন কান-এ। তাঁকেও বিভিন্ন দিন বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে। প্রথম দিন গাউন পরেছিলেন। তাঁর হাতে ছিল কালো রঙের ব্যান্ড। পোশাক বদলেছেন জাহ্নবী। তবে এই কালো রঙের রক্ষাকবচ কখনও খোলেননি। বলিউডের এক সূত্র জানাচ্ছেন, ”স্বপ্ননগরীতে কার ভাগ্যে কখন কী আছে, তা কেউ বলতে পারেন না। এখানে নায়ক-নায়িকারা কুনজর এড়াতে এক-একজন এক-একরকম পথ বেছে নেন। আলিয়া আর জাহ্নবী  নিজেদের সুরক্ষার জন্য যা করছেন, তা আড়াল করেননি। একই পথে অন্য কেউ হাঁটতে পারেন।”

এবার কান-এ শুধু আলিয়া ভাট বা জাহ্নবী কাপুর নন, উপস্থিত ছিলেন আদিতি রাও হায়দারি থেকে ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চনকে শাড়ি আর সিঁথির চওড়া সিঁদুরে দারুণ দেখতে লাগছিল। ভারতীয় নায়িকাদের সকলের মধ্যে ঐশ্বর্যর লুকই সবচেয়ে বেশি চর্চিত হয়েছে বলে মনে করছেন অনেকে।