দুপুরে মাংস-ভাত খেয়ে ঘুম, জন্মদিনে আর কী করছেন স্বস্তিকা?
স্বস্তিকা বললেন, ''আজকে যেহেতু গরম, মাকে হালকা কিছু রান্না করতে বলেছি। জন্মদিনে অবশ্য এরকম হওয়া উচিত নয়। আজকে বাড়িতে থাকব। কারণ সামনেই একটা বড়, অনেক দিনের শুটিং শুরু হচ্ছে। সারা দিনে ভালোবাসার মানুষ যাঁরা আমার ভালো থাকার জন্য শুভেচ্ছা জানাবেন বা ফোন করবেন, তাঁদের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। দুপুরে মাংস-ভাত খেয়ে ঘরটা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ব।

টলিউডের নামী মুখ স্বস্তিকা দত্ত-র জন্মদিনে কী-কী প্ল্যান, তা জানতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তিনি TV9 বাংলাকে জানালেন, জন্মদিনের আগের দিন রাতে স্টেজ শো ছিল। সেখান থেকে দেরি হয়েছে ফিরতে। তবে জন্মদিনের সকালে তাড়াতাড়ি উঠে পড়েছেন। বরাবরই জন্মদিনের ভোরে ঘুম ভেঙে যায় তাঁর। জন্মদিনে অভিনেত্রী ভালো কিছু খাবেন, তা আঁচ করতে অসুবিধা হলো না। স্বস্তিকা বললেন, ”আজকে যেহেতু গরম, মাকে হালকা কিছু রান্না করতে বলেছি। জন্মদিনে অবশ্য এরকম হওয়া উচিত নয়। আজকে বাড়িতে থাকব। কারণ সামনেই একটা বড়, অনেক দিনের শুটিং শুরু হচ্ছে। সারা দিনে ভালোবাসার মানুষ যাঁরা আমার ভালো থাকার জন্য শুভেচ্ছা জানাবেন বা ফোন করবেন, তাঁদের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। দুপুরে মাংস-ভাত খেয়ে ঘরটা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ব। বিকেলে উঠে একটু বাবা-মায়ের মাথা খাব। রাতে যদি পেটে জায়গা থাকে আর মনে ইচ্ছা থাকে, তা হলে ডিনারে যেতে পারি। বাড়ি এসে রাতে ঘুমানোর আগে আর জন্মদিন শেষ হওয়ার আগে এক ঘণ্টা ফোনটা সরিয়ে রেখে নিজেকে কিছু কথা বলব ঠিক করেছি।”
স্বস্তিকা টেলিভিশনে যেমন একাধিক হিট ধারাবাহিকে কাজ করেছেন, তেমনই বড়পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় মিমি চক্রবর্তী আর আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আলাপ’ ছবিতে কাজ করলেন। বড়দিনে ‘চালচিত্র’ ছবিতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। এবার শহরের নামী ওটিটি প্ল্যাটফর্মের জন্য টিভি প্লাস বিভাগের একটা কনটেন্টের প্রধান মুখ স্বস্তিকা। ‘কিলবিল সোসাইটি’-তে সন্দীপ্তা সেন যে চরিত্র করেছেন, সেই চরিত্র নিয়ে কথা এগোলেও স্বস্তিকা করেননি। ছোটপর্দাতে এখনই কাজ শুরু করছেন না অভিনেত্রী। এই মুহূর্তে ভালো-গুরুত্বপূর্ণ চরিত্র করার দিকেই নজর স্বস্তিকার।
