দারুণ মেধাবী তৃণা সাহা; কিন্তু কেন সিরিয়ালে অভিনয় করতে এলেন?
Trina Saha: সম্প্রতি তাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা সাহা। আগেই চলে গিয়েছিলেন তাঁর স্বামী নীল ভট্টাচার্য। সেখানে তাইল্যান্ডে যাওয়ার ঠিক আগে এয়ারপোর্টে দেরি হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণা।
এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। আরও অনেক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু জানেন কী, তৃণা অত্যন্ত মেধাবী। অভিনয় শুরু করার ঠিক আগেই লেখাপড়া শেষ করেছিলেন এবং তাঁর পড়াশোনার পরিধি জানলে আপনি অবাক হবেন।
আইসিএসসি এবং আইএসসি বোর্ড ছিল বাঙালি অভিনেত্রী তৃণা সাহার। আইসিএসসিতে পেয়েছিলেন ৮৫% এবং আইএসসিতে ৯২% নম্বর। একাদশ-দ্বাদশ শ্রেণিতে বাণিজ্য বিষয় ছিল তাঁর। অ্যাকাউন্টেন্সিতে পেয়েছিলেন সবচেয়ে বেশি নম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অডিটে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তৃণা। পেয়েচিলেন ৭৮% নম্বর। মার্কেটিং এবং ফিন্যান্সে এমবিএও করেছেন তিনি। ইনটার্নশিপ করেছিলেন একটি কোম্পানিতে। কিন্তু তারপরই অভিনয় পেশায় চলে আসেন তৃণা। অপর্ণা সেনের ‘আর্শিনগর’ ছবিতে কাজ করা শুরু করেছিলেন ক্যামেরার পিছনে। তারপর থেকে সেই দুনিয়াকেই ভালবেসে ফেলেছিলেন তিনি।
সম্প্রতি তাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা সাহা। আগেই চলে গিয়েছিলেন তাঁর স্বামী নীল ভট্টাচার্য। সেখানে তাইল্যান্ডে যাওয়ার ঠিক আগে এয়ারপোর্টে দেরি হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণা।