AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা ছবির মুক্তিতে কোন বড় পরিবর্তন আসছে?

দুর্গাপুজোর সময়ে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কতগুলো শো পাবে, তা নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির মধ্যে। মোটের উপর এতে বাংলা ছবির ব্যবসার ক্ষতি হচ্ছে, সে চর্চা রয়েছে টলিপাড়ায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে। সম্প্রতি একটা মিটিং হয়েছে।

বাংলা ছবির মুক্তিতে কোন বড় পরিবর্তন আসছে?
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 2:23 PM
Share

দুর্গাপুজোর সময়ে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কতগুলো শো পাবে, তা নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির মধ্যে। মোটের উপর এতে বাংলা ছবির ব্যবসার ক্ষতি হচ্ছে, সে চর্চা রয়েছে টলিপাড়ায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে। সম্প্রতি একটা মিটিং হয়েছে।

মিটিং শেষে ইমপা-র সভাপতি TV9 বাংলাকে জানালেন, ”সকল প্রযোজকের উপস্থিতিতে আলোচনা করে এটাই ঠিক হয়েছে যে বড়দিনে তিনটে বাংলা ছবি মুক্তি পাবে। কোন তিনটে বাংলা ছবি মুক্তি পাবে, বাকি ছবিগুলো কোন তারিখ মুক্তি পাবে, তা ঠিক হবে আগামী মিটিংয়ে। শনিবার এই মিটিং হবে।”

বিশেষ সূত্রের খবর, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস আর ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত এই মিটিংয়ে মধ্যস্থতা করবেন। বড়দিনে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহো গৌরাঙ্গের নাম রে’, অভিজিত্‍ সেনের পরিচালনায় ‘প্রজাপতি টু’, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ আর চন্দ্রাশিস রায়ের পরিচালনায় কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাওয়ার কথা। সঙ্গে মিতিন মাসি সিরিজের নতুন ছবিটির মুক্তির জন্যও আবেদন করা হয়েছে বলে খবর। এর মধ্য়ে কোন-কোন বাংলা ছবি ২৫ ডিসেম্বর সিনেমা হলে দেখা যাবে, তার দিকে তাকিয়ে রয়েছে টলিউড।

যদি বিভিন্ন ছবি মুক্তির জন্য কিছু নিয়ম তৈরি করে দেওয়া হয়, তা হলে প্রযোজকদের পক্ষে সুবিধা হতে পারে। আবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনেমা হলে মালিকের বক্তব্য, ”আমরা ছবির ব্যবসা হোক, এটা চাই। টলিপাড়ায় যেসব অভিনেতা-অভিনেত্রী বা পরিচালক-প্রযোজক আজ অবধি সিনেমা হলে বেশি দর্শক আনতে পেরেছেন, আমরা তাঁদের ছবিই দেখাতে চাই। আশা করি স্ক্রিনিং কমিটির আলোচনায় ব্যবসার দিকটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।” আগামী বছর বাংলা ছবি মুক্তির ক্ষেত্রে টলিপাড়ায় বিভিন্ন পক্ষের সমীকরণ কী হয়, সেদিকে নজর দেওয়ার সময় এসে গিয়েছে।