AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কান থেকে ঝরছে রক্ত, যন্ত্রণা সহ্য করে মুখ বুঁজে ঐশ্বর্য করে গেলেন এই কাজ

Aishwarya Rai Bachchan Secret: শোনা যায় বর্তমানে তিনি আবারও ফিরতে চলেছেন সিনেমায়। আর ঠিক সেই কারণেই নাকি বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জন। যদিও ,সবটাই এখন ধামাচাপা। কেউ এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

| Edited By: | Updated on: Jan 06, 2024 | 1:24 PM
Share
ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারে যিনি দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, সেই সেলেব আজও চর্চায়। সিনেপাড়ায় তাঁর উপস্থিতি কমেছে ঠিকই, তবে ভক্তমনে চাহিদা বিন্দুমাত্র কমেনি।

ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারে যিনি দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, সেই সেলেব আজও চর্চায়। সিনেপাড়ায় তাঁর উপস্থিতি কমেছে ঠিকই, তবে ভক্তমনে চাহিদা বিন্দুমাত্র কমেনি।

1 / 8
বারবার ঐশ্বর্য। রাই বচ্চনকে নিয়ে বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেখা গিয়েছে। শোনা যায় বর্তমানে তিনি আবারও ফিরতে চলেছেন সিনেমায়।

বারবার ঐশ্বর্য। রাই বচ্চনকে নিয়ে বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেখা গিয়েছে। শোনা যায় বর্তমানে তিনি আবারও ফিরতে চলেছেন সিনেমায়।

2 / 8
আর ঠিক সেই কারণেই নাকি বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জন। যদিও ,সবটাই এখন ধামাচাপা। কেউ এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

আর ঠিক সেই কারণেই নাকি বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জন। যদিও ,সবটাই এখন ধামাচাপা। কেউ এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

3 / 8
তবে অভিনয় তাঁর সঙ্গে ঠিক কতটা জড়িয়ে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি ক্যামেরার সামনে দাঁড়ালে অন্য মানুষ। চরিত্রের চাহিদায় যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তিনি।

তবে অভিনয় তাঁর সঙ্গে ঠিক কতটা জড়িয়ে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি ক্যামেরার সামনে দাঁড়ালে অন্য মানুষ। চরিত্রের চাহিদায় যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তিনি।

4 / 8
দেবদাস সেটে তেমনই এক পরিস্থিতির সাক্ষী থেকে সকলেই। এই ছবির পোশাক থেকে শুরু করে মেকআপ, সবটাই ভীষণ যত্নের সঙ্গে তৈরি করা হয়।

দেবদাস সেটে তেমনই এক পরিস্থিতির সাক্ষী থেকে সকলেই। এই ছবির পোশাক থেকে শুরু করে মেকআপ, সবটাই ভীষণ যত্নের সঙ্গে তৈরি করা হয়।

5 / 8
কানের দুল ছিল ভীষণ ভারী। ডোলারে ডোলা গানের শুটে সেই দুল পরে রীতিমতো অস্বস্তি হচ্ছিল তাঁর। তবে তিনি তা কাউকে বুঝতে দেননি। কান থেকে রক্ত ঝরছিল।

কানের দুল ছিল ভীষণ ভারী। ডোলারে ডোলা গানের শুটে সেই দুল পরে রীতিমতো অস্বস্তি হচ্ছিল তাঁর। তবে তিনি তা কাউকে বুঝতে দেননি। কান থেকে রক্ত ঝরছিল।

6 / 8
তিনি নাচ থামাননি। পুরো টেক শেষ করার পর তিনি সকলকে দেখিয়েছিলেন তাঁর কানের অবস্থা। সকলেই নজরের কেন্দ্রে সেইদিন ছিলেন ঐশ্বর্য।

তিনি নাচ থামাননি। পুরো টেক শেষ করার পর তিনি সকলকে দেখিয়েছিলেন তাঁর কানের অবস্থা। সকলেই নজরের কেন্দ্রে সেইদিন ছিলেন ঐশ্বর্য।

7 / 8
যন্ত্রণা সহ্য করে নিয়েছিলেন তিনি। তবে একমুহূর্তের জন্য হলেও তিনি নিজের কষ্ট প্রকাশ্যে আসতে দেননি। নিজের কাজ শেষ করেছিলেন।

যন্ত্রণা সহ্য করে নিয়েছিলেন তিনি। তবে একমুহূর্তের জন্য হলেও তিনি নিজের কষ্ট প্রকাশ্যে আসতে দেননি। নিজের কাজ শেষ করেছিলেন।

8 / 8