AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খবরদার এই ধরনের…’, ববির কোন কাজে মেজাজ হারান তাঁর মা

Bobby Deol: রণবীর কাপুর অভিনীত ছবিতে নির্বাক খলনায়ক আব্রার হকের চরিত্রে অভিনয় করেছিলেন ববি। কামে আসক্ত, খুনি এই খলনায়ক এখন দাপিয়ে বেড়াচ্ছে পর্দায়।

'খবরদার এই ধরনের...', ববির কোন কাজে মেজাজ হারান তাঁর মা
| Updated on: Jan 05, 2025 | 7:00 PM
Share

বলিউডের কিংবদন্তি অভিনেতা ৮০ ছুঁইছুঁই ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববিকে নিয়ে এখন আলোচনা সর্বত্র। ২০২৩ সালের শেষে ডিসেম্বরে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ছবিতে নির্বাক খলনায়ক আব্রার হকের চরিত্রে অভিনয় করেছিলেন ববি। কামে আসক্ত, খুনি এই খলনায়ক এখন দাপিয়ে বেড়াচ্ছে পর্দায়। মাত্র ১৫ মিনিটের দৃশ্যে দর্শকদের মন মাতিয়ে দিয়েছেন ববি। আজও যে চরিত্র ভয়ানক ‘ভাইরাল’।

কিন্তু এই ববিই একটা সময় কাজ পাচ্ছিলেন না ইন্ডাস্ট্রিতে। পেট চালাতে বেছে নিয়েছিলেন ভিন্ন পেশা। বিভিন্ন ডিস্কো থেকে ডিজে হিসেবে কাজ করছিলেন তিনি। সেই ববিকেই ৯০ দশকের শেষে রোম্যান্টিক চকোলেট বয়ের চরিত্রে দেখেছিলেন দর্শক এবং জীবনে তেমনভাবেই দাগ কাটার মতো কোনও চরিত্রে কাজ করার সুযোগ পাননি।

বলিউড প্রায় ভুলেই গিয়েছিল ববিকে। সেই ববি প্রথম ওটিটি প্ল্যাটফর্মে ‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে নিয়ের অভিনয় সত্ত্বাকে শাণ দিয়েছিলেন। বাজিয়ে দেখেছিলেন নিজের বাজার দর। তারপর ‘অ্যানিম্যাল’-এ এই দুর্দান্ত পারফরম্যান্স। নেট মহলের বাসিন্দারা বলাবলি করছেন, “কমব্যাক করতে হলে ববি দেওলের মতো করতে হবে।” রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন ববি। কিন্তু ছবিতে তাঁর মৃত্যুদৃশ্য় কিছুতেই মেনে নিতে পারেননি ববির মা, ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। তিনি হুকুম জারি করেছেন ছেলের উপর এবং বলেছেন, “তোর মৃত্যু দৃশ্য আমি সইতে পারিনি। খবরদার এই ধরনের ছবিতে আর যদি অভিনয় করেছিস।”

কোনও তারকার ছবি যদি এইভাবে ব্লকবাস্টার হিট করে, তা প্রভাবিত করেছিল তাঁর পরিবারকেও। ‘অ্য়ানিম্যাল’ ছবিতে প্রকৃত ‘পশু’ হিসেবে প্রতিপন্ন করা হয় ববিকেই। তাই তাঁর মা প্রকাশ মস্করা করে ছেলেকে ‘জানোয়ার’ বলে ডাকছিলেন। সকলের সামনেই বলেছিলেন, “এই তো আমার ‘অ্যানিম্যাল’ এসে গিয়েছে।” ছেলের সাফল্য দেখে আনন্দে আত্মহারা হয়েছিলেন ধর্মেন্দ্রও।