‘সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যায়…’, বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন ক্যাটরিনা

Katrina On Breakup: ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সাতমহলা প্রাসাদে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিকির চেয়ে ক্যাটরিনা বয়সে বড়। এখানেই শেষ নয় কিন্তু।

| Updated on: Feb 11, 2024 | 5:19 PM
ক্যাটরিনা কইফ, বলিউডের অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে সিনেপাড়ায় নিত্য চর্চা থাকে তুঙ্গে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন।

ক্যাটরিনা কইফ, বলিউডের অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে সিনেপাড়ায় নিত্য চর্চা থাকে তুঙ্গে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন।

1 / 8
তবে বিচ্ছেদ পর্ব যেন কিছুতেই পিছু ছাড়ার নয়। তাঁর সঙ্গে দীর্ঘ সম্পর্ক অভিনেতা রণবীর কাপুরের একটা সময় ছিল। তাই রণবীরকে নিয়ে চর্চাও কম হয়নি।

তবে বিচ্ছেদ পর্ব যেন কিছুতেই পিছু ছাড়ার নয়। তাঁর সঙ্গে দীর্ঘ সম্পর্ক অভিনেতা রণবীর কাপুরের একটা সময় ছিল। তাই রণবীরকে নিয়ে চর্চাও কম হয়নি।

2 / 8
বিচ্ছেদের ঝড়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার ছবি সকলের সামনে ছিল স্পষ্ট। একবার সেই সম্পর্ক নিয়েই সরব হয়েছিলেন অভিনেত্রী।

বিচ্ছেদের ঝড়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার ছবি সকলের সামনে ছিল স্পষ্ট। একবার সেই সম্পর্ক নিয়েই সরব হয়েছিলেন অভিনেত্রী।

3 / 8
জানিয়েছিলেন, সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যাওয়া নয়। বিচ্ছেদ বরং তাঁকে আরও অনেক বেশি শক্ত করতে শিখিয়েছে। অনেক বেশি এগিয়ে যেতে শিখিয়েছে।

জানিয়েছিলেন, সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যাওয়া নয়। বিচ্ছেদ বরং তাঁকে আরও অনেক বেশি শক্ত করতে শিখিয়েছে। অনেক বেশি এগিয়ে যেতে শিখিয়েছে।

4 / 8
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রেমের প্রতি আমাব বিশ্বাস কোনওদিন পাল্টাবে না। আমার মনে হয়, এতে সম্পর্কের প্রতি দর্শনটা পরিণত হচ্ছে। আমি শিখেছি কীভাবে সম্পর্ক, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। আমি শিখেছি স্বার্থপরতা কমাতে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রেমের প্রতি আমাব বিশ্বাস কোনওদিন পাল্টাবে না। আমার মনে হয়, এতে সম্পর্কের প্রতি দর্শনটা পরিণত হচ্ছে। আমি শিখেছি কীভাবে সম্পর্ক, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। আমি শিখেছি স্বার্থপরতা কমাতে।

5 / 8
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আরও দিতে শিখেছি, দর্শন আরও স্পষ্ট হয়েছে, মানুষ হিসেবে অনেকটা এগোতে পেরেছি। অনেক বেশি পরিণত হয়েছি। অনেকের মনে হতে পারে এই সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলার কথা, আমার ক্ষেত্রে এমনটা হয়নি।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আরও দিতে শিখেছি, দর্শন আরও স্পষ্ট হয়েছে, মানুষ হিসেবে অনেকটা এগোতে পেরেছি। অনেক বেশি পরিণত হয়েছি। অনেকের মনে হতে পারে এই সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলার কথা, আমার ক্ষেত্রে এমনটা হয়নি।

6 / 8
প্রসঙ্গত, গত আড়াই বছর ধরে ক্যাটরিনা কাইফের এক নতুন পরিচয় যোগ হয়েছে। তিনি এখন পঞ্জাবি পরিবারের ‘বহু’। ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তাঁর বাবা-মা’কে আপন করে নিয়েছেন ক্যাটরিনা। ভালই আছেন তিনি।

প্রসঙ্গত, গত আড়াই বছর ধরে ক্যাটরিনা কাইফের এক নতুন পরিচয় যোগ হয়েছে। তিনি এখন পঞ্জাবি পরিবারের ‘বহু’। ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তাঁর বাবা-মা’কে আপন করে নিয়েছেন ক্যাটরিনা। ভালই আছেন তিনি।

7 / 8
একবার ক্যাটরিনা লিখেছিলেন, “পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে এসে অনেক ভালবাসা পেয়েছি। একই সঙ্গে পেয়েছি ঘরে তৈরি সর্ষের শাক ও যবের রুটি সঙ্গে সাদা মাখন। হতে পারেন তিনি তারকা। হতে পারেন তিনি ক্যাটরিনা কাইফ– কিন্তু বাড়ির তৈরি খাবারের সঙ্গে যে কোনও আপস নয় সে প্রমাণই দিয়েছেন ক্যাটরিনা।

একবার ক্যাটরিনা লিখেছিলেন, “পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে এসে অনেক ভালবাসা পেয়েছি। একই সঙ্গে পেয়েছি ঘরে তৈরি সর্ষের শাক ও যবের রুটি সঙ্গে সাদা মাখন। হতে পারেন তিনি তারকা। হতে পারেন তিনি ক্যাটরিনা কাইফ– কিন্তু বাড়ির তৈরি খাবারের সঙ্গে যে কোনও আপস নয় সে প্রমাণই দিয়েছেন ক্যাটরিনা।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...