AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganesh Chaturthi 2024: কেন গণেশ পুজো করবেন? কখন শুরু, কখন শেষ চতুর্থী তিথি?

Ganesh Chaturthi 2024: লোকবিশ্বাস ভক্তিভরে নিয়ম মেনে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার এই গণেশ চতুর্থী। জানেন কখন শুরু আর কখন শেষ তিথি!

| Updated on: Sep 06, 2024 | 3:43 PM
Share
আগামীকাল গনেশ চতুর্থী। সমৃদ্ধি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা তিনি। আবার তিনিই হলেন বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশ। জগৎ পিতা মহাদেব এবং শংকরীর পুত্র তিনি।

আগামীকাল গনেশ চতুর্থী। সমৃদ্ধি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা তিনি। আবার তিনিই হলেন বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশ। জগৎ পিতা মহাদেব এবং শংকরীর পুত্র তিনি।

1 / 8
স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয় সিদ্ধিদাতা গণেশের। লোকবিশ্বাস ভক্তিভরে নিয়ম মেনে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার এই গণেশ চতুর্থী। জানেন কখন শুরু আর কখন শেষ তিথি!

স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয় সিদ্ধিদাতা গণেশের। লোকবিশ্বাস ভক্তিভরে নিয়ম মেনে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার এই গণেশ চতুর্থী। জানেন কখন শুরু আর কখন শেষ তিথি!

2 / 8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি শুরু হচ্ছে ২১ ভাদ্র, শুক্রবার। অর্থাৎ ইংরেজি ক্যাকেন্ডার অনুযায়ী ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩টে ৩ মিনিটে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি শুরু হচ্ছে ২১ ভাদ্র, শুক্রবার। অর্থাৎ ইংরেজি ক্যাকেন্ডার অনুযায়ী ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩টে ৩ মিনিটে।

3 / 8
চতুর্থী তিথি শেষ হচ্ছে ২২ ভাদ্র, শনিবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার মতে ৭ সেপ্টেম্বর, শনিবার। বিকেল ৫টা ৩৮ মিনিটে।

চতুর্থী তিথি শেষ হচ্ছে ২২ ভাদ্র, শনিবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার মতে ৭ সেপ্টেম্বর, শনিবার। বিকেল ৫টা ৩৮ মিনিটে।

4 / 8
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে গণশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ২০ ভাদ্র, শুক্রবার। অর্থাৎ ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ডে।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে গণশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ২০ ভাদ্র, শুক্রবার। অর্থাৎ ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ডে।

5 / 8
গণেশ চতুর্থী তিথি শেষ হচ্ছে ২১ ভাদ্র, শনিবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৭ সেপ্টেম্বর, শনিবার, দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ডে।

গণেশ চতুর্থী তিথি শেষ হচ্ছে ২১ ভাদ্র, শনিবার। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৭ সেপ্টেম্বর, শনিবার, দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ডে।

6 / 8
জোত্যিষ শাস্ত্র অনুসারে চতুর্থী তিথিকে রিক্তা তিথি বলা হয়। তাই এই দিন কোনও শুভ কাজ করা যায় না। তবে বিঘ্নহর্তা গণেশের এই দিন জন্ম হওয়ায় রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না। ফলে শুভ কাজেও কোনও বাধা থাকে না।

জোত্যিষ শাস্ত্র অনুসারে চতুর্থী তিথিকে রিক্তা তিথি বলা হয়। তাই এই দিন কোনও শুভ কাজ করা যায় না। তবে বিঘ্নহর্তা গণেশের এই দিন জন্ম হওয়ায় রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না। ফলে শুভ কাজেও কোনও বাধা থাকে না।

7 / 8
আবার গণেশের কুষ্ঠিতে লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই গণেশ সকল বিঘ্ন, বাধা-বিপত্তি  দূর করতে সক্ষম। জীবনে কোনও বাধার সম্মুখীন হলে তাই সবসময় গণেশের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

আবার গণেশের কুষ্ঠিতে লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই গণেশ সকল বিঘ্ন, বাধা-বিপত্তি দূর করতে সক্ষম। জীবনে কোনও বাধার সম্মুখীন হলে তাই সবসময় গণেশের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

8 / 8