‘ফোটোগ্রাফার’ ক্যাটরিনার ছবি পোস্ট করলেন প্রীতি জিন্টা
ছবি পোস্ট হতে না হতেই ছেচল্লিশ বছর বয়সীর কমেন্ট সেকশনে ভরে গিয়েছে ইমোজি। লাইকস ছাড়িয়েছে এক লক্ষ্য।
লকডাউনের সময় থেকে অভিনেত্রীর ঝোঁক বেড়েছে বহু দিকে। সে ঘর গোছানো হোক কিংবা গিটার শেখা। বাড়ির কাজ করা থেকে রান্নাবান্নাও শিখেছেন ভিকি কৌশলের ‘অঘোষিত’ প্রেমিকা ক্যাটরিনা কইফ। ক্যামেরা হাতে নিতেও দেখা গিয়েছে ক্যাটরিনাকে। পিকচার ফ্রেমে উঠে এসেছে বই, প্রকৃতি, ওঁর গিটার আবার কখনও মেঘাচ্ছন্ন আকাশ।
আরও পড়ুন জুলাই মাসের অপেক্ষায় হরভজনের স্ত্রী গীতা বসরা! কেন?
তবে এবার ক্যাটরিনা মন দিলেন মানুষের ছবি তোলায়। কার ছবি তুললেন ক্যাটরিনা! তুললেন আরেক অভিনেত্রী প্রীতি জিন্টার ছবি। প্রীতি তাঁর জিমে ওয়ার্কআউট সেশনে ব্যস্ত ছিলেন। তাঁকে সাহায্য করছিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। যোগ ব্যায়ামের মাদুরে ট্র্যাকস্যুট পরে শুয়ে ছিলেন প্রীতি। ঠোঁটে স্মিত হাসি।
View this post on Instagram
ঠিক এমন এক মুহূর্তে ক্যাটরিনা করলেন ক্লিক। উঠল ছবি। এবং সেই ছবি পোস্ট হল প্রীতি জিন্টার ইনস্টা হ্যান্ডেলে। ছবি পোস্ট করে ক্যাটরিনা ক্যাপশনে লেখেন, ‘যখন ক্যাটরিনা কইফ আপনাকে জিমে দেখতে পান এবং ফোটোগ্রাফার হয়ে ওঠেন’। ছবি পোস্ট করার পর তিনি ট্যাগও করেন ক্যাটরিনাকে। ‘কমলি গার্ল’ রিপ্লাইয়ে লেখেন, ‘ইয়েএএএ…আমার ছবি জায়গা করে নিয়েছে।’
View this post on Instagram
ছবি পোস্ট হতে না হতেই ছেচল্লিশ বছর বয়সীর কমেন্ট সেকশনে ভরে গিয়েছে ইমোজি। লাইকস ছাড়িয়েছে এক লক্ষ্য।
ক্যাটরিনা কইফের ফিল্মি পাইপলাইনে রয়েছে চার-চারটি ছবি। ‘টাইগার-থ্রি’, ‘ফোন ভূত’ , ‘সূর্যবংশী’ এবং আলি আব্বাস জাফর পরিচালিত সুপারহিরো ছবি।