মন্দাকিনীর বাবা গুলি করে মেরে ফেলেন নায়িকাকে! খবর ছড়িয়ে পড়তেই…
রাজ কাপুরের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ যে মনমোহিনী মন্দাকিনীর, ডেবিউ ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’-তেই তিনি আগুন ধরিয়েছিলেন পুরুষমনে। তাঁর উপচে পড়া রূপের ছটায় বুঁদ হয়ে থাকত পুরুষের দল। এই ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছিল, এক শিশুকে স্তন্যপান করানো হচ্ছে।

বলিউডের রেট্রো কুইনদের মধ্য়ে অন্য়তম ছিলেন মন্দাকিনী। সুপার বোল্ড লুকে বহু পুরুষের মনে একটা সময় ঝড় তুলতেন তিনি। অভিনয় ও ফ্য়াশান—এই দুইয়ের জন্যই বলিউডে বেশ নাম ছিল অভিনেত্রীর। দর্শককে ‘রাম তেরি গাঙ্গা মইলি’, ‘দুশমন’-এর মতো ছবি উপহার দিয়েছেন মন্দাকিনী। একবার এক সাক্ষাৎকারে মজার কাহিনি শেয়ার করে নিয়েছিলেন মন্দাকিনী।
রাজ কাপুরের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ যে মনমোহিনী মন্দাকিনীর, ডেবিউ ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’-তেই তিনি আগুন ধরিয়েছিলেন পুরুষমনে। তাঁর উপচে পড়া রূপের ছটায় বুঁদ হয়ে থাকত পুরুষের দল। এই ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছিল, এক শিশুকে স্তন্যপান করানো হচ্ছে। এছাড়াও ঝর্ণার নীচে মন্দাকিনীর চর্চিত স্নানের দৃশ্যও নজর কেড়েছিল দর্শকের। ছবির প্রভাব এমনই পড়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে সেই সময় যে, পরবর্তীকালে উত্তরাখণ্ডের ওই জলপ্রপাতের নাম বদলে রাখা হয় ‘মন্দাকিনী’। সম্প্রতি কপিল শর্মার শো-এ অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে হাজির হয়েছিলেন মন্দাকিনী।
সেখানেই গল্প-আড্ডার মাধ্য়মে ভাগ করে নেন জীবনের অনেক অজানা কথা। অভিনেত্রী জানান, একবার তিনি শুটিং-এ ব্য়স্ত। কোথা থেকে হঠাৎই রটে যায়, তাঁর বাবা তাঁকে গুলি করেছেন। কিন্তু নাহ্, বাস্তবে তেমন কোনও ঘটনাই যে ঘটেনি। অর্থাৎ নেহাতই গুজব। তবে এই গুজবের কথা তাঁর নিজের কানে এসে পৌঁছয়নি। কপিল শর্মার শো-এ এসে মন্দাকিনী বলেছিলেন, “শুটিং-এর সেটে এসে দেখি সবাই খুবই উদ্বিগ্ন। বুঝতে পারি, কিছু একটা হয়েছে। আমি নিজে থেকে তখন সকলের থেকে জানতে চাই যে, কী হয়েছে? তখনই শুনি এই গুজবের কথা।”





