‘ও ভীষণই…’, রহমানকে নিয়ে এ কী বলে বসলেন সোনু?
Gossip: এই পরিস্থিতির মধ্যেই, গায়ক সোনু নিগম রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। রহমানের সুরে একাধিক সুপারহিট গান গাওয়া সত্তেও সোনু তাঁর সম্পর্কে এ মন্তব্য করলেন?
সম্প্রতি এ আর রহমানের ডিভোর্সের ঘোষণার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে সর্বত্র। শোনা যাচ্ছিল, এক সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরেই নাকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে, এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রহমানের আইনজীবী।
এই পরিস্থিতির মধ্যেই, গায়ক সোনু নিগম রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। রহমানের সুরে একাধিক সুপারহিট গান গাওয়া সত্তেও সোনু তাঁর সম্পর্কে এ মন্তব্য করলেন?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনু বলেন, “রহমান এমন একজন মানুষ, যিনি কখনও-ই সম্পর্ক তৈরিতে আগ্রহ দেখান না। তিনি খুব কম কথা বলেন এবং কাজ ছাড়া অন্য কিছুর দিকে মন দেন না। আমার মতে, তিনি ব্যক্তিগত বিষয় আলোচনা পছন্দ করেন না। তাঁর চেনা গণ্ডির মধ্যেই থাকতে পছন্দ করেন। তিনি চান না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু জানুক। সবসময় নিজের মতো থাকেন। রহমান খুবই অদ্ভুত প্রকৃতির মানুষ।”
এর আগে গায়ক অভিজিৎ ভট্টাচার্যও রহমানকে নিয়ে একই মন্তব্য করেছিলেন। রাত জেগে রেকর্ডিং করার বিষয়ে তিনি কটাক্ষ করে বলেন, “এই ধরনের আচরণকে সৃজনশীলতার অজুহাতে সমর্থন করা উচিত নয়।”
ডিভোর্সের গুঞ্জন, সহকর্মীদের সমালোচনা—সবকিছুর মধ্যেও রহমান নিজের মতো কাজ করে চলেছেন। তাঁর সঙ্গীতের জগৎ বরাবরই তাঁর অনন্য প্রতিভার সাক্ষী, যা শ্রোতাদের মুগ্ধ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে।