সুস্মিতাকে মুম্বই আনতে চাকরি ছাড়েন তাঁর প্রথম প্রেমিক, ‘তিনি কোথায়’? খোঁচা নেটপাড়ার
Sushmita Sen unknown Story: তবে মিস উইনিভার্স হয়ে গিয়ে অতীত ভোলেননি তিনি। তাঁর সেই সময় যাঁরা পাশে ছিলেন, সকলকেই মনে রেখেছেন তিনি। এমন কি তাঁর প্রথম প্রেমিককেও। এক সাক্ষাৎকারে এসে প্রকাশ্যে নিজের প্রথম প্রেমিককে নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।

সুস্মিতা সেন। কেরিয়ারের শুরুটা মোটেও সুখকর ছিল না তাঁর জন্য়। কারণ সিনেপাড়া লাইমলাইট থেকে তিনি অনেকটাই দূরে ছিলেন। ছিল না এই জগত সস্পর্কে কোনও ধারণা। মিস ইউনিভার্স হওয়ার কথা কল্পনাও করতে পারেননি তিনি। ছিল না তেমন সামর্থও। ডিজাইনার নয়, সাধারণ মূল্যের পোশাক, ও নূন্যতম আয়োজন ছিল তাঁর কাছে। সেখান থেকেই পথচলা শুরু। তবে মিস উইনিভার্স হয়ে গিয়ে অতীত ভোলেননি তিনি। তাঁর সেই সময় যাঁরা পাশে ছিলেন, সকলকেই মনে রেখেছেন তিনি। এমন কি তাঁর প্রথম প্রেমিককেও। এক সাক্ষাৎকারে এসে প্রকাশ্যে নিজের প্রথম প্রেমিককে নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।
কী বলেছিলেন সুস্মিতা সেন সেই সাক্ষাৎকারে?
এখানে উপস্থিত আমার মা-বাবা পরিবারের সকলের অনুমতি নিয়ে বলতে চাই ও আমার প্রথম প্রেমিক। রজত। সত্যি ও ভীষণ জেন্টালম্যান। যখন আমায় মিস ইউনিভার্সের জন্য ট্রেনিং নিতে মুম্বই আসতে হল, মুম্বই তখন আমার জন্য বিদেশি শহরের মতো। কারণ আমি দিল্লিতে বড় হয়েছি। এই সুযোগ যখন আসে, আমি কাঁদতে শুরু করে দিই, আমি দিল্লি ছেড়ে কোথাও যাব না। আমি মিস ইউনিভার্সে যাব না। তখন রজতের সঙ্গে মায়ের কথা হয়। ও আমার মাকে বোঝায়, ও তো শুনছে না আন্টি, আমি যাচ্ছি। ও তখন ওর অফিসে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, হয় আমায় একমাসের ছুটি দিন, নয়তো আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ওরা ওকে কাজ থেকে ছাড়িয়ে দিল। রজতের সাহায্য ছাড়া আমি এই জায়গাতে পৌঁছতে পারতাম না। এক মাসও আমি ওকে ছাড়া মুম্বইতে থাকতে পারতাম না।
তবে এই সাক্ষাৎকারের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ার প্রশ্ন, কোথায় এখন তিনি? এত কিছু করেও তো তিনি তাঁর ভালবাসা পেলেননি। একদিকে যেমন কিছু নেটিজ়েন সুস্মিতাকে খোঁচা দিতে পিছপা হলেন না, ঠিক তেমনই আবার অপর শ্রেণি তাঁর পক্ষ নিয়ে বললেন, ‘তিনি সব ভুলে যাননি, মনে রেখেছেন। খুব ভাল মনের মানুষ।’
