সুপারস্টার প্রসেনজিতের কোন-কোন ছবি আসছে এই বছর?
মে-জুনে সুপারস্টারের কোনও ছবি দেখা না গেলেও, জুলাই মাসে অবশ্য রাজকুমার রাওয়ের সঙ্গে 'মালিক' ছবির হাত ধরে বড়পর্দায় আসছেন বুম্বাদা। হিন্দি ছবিটায় ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র করছেন প্রসেনজিত্। 'মালিক' আর 'দেবী চৌধুরাণী' ছাড়া পাভেল পরিচালিক 'ডাক্তারকাকু' ছবিটা মুক্তি পাবে, যেখানে ঋদ্ধি সেনের সঙ্গে থাকছেন প্রসেনজিত্। সম্প্রতি এই ছবির ডাবিং শেষ করলেন নায়ক।

সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের ছবি দেখার জন্য আর তর সইছে না তাঁর অনুরাগীদের। গত বছর পয়লা বৈশাখে তাঁর ‘অযোগ্য’ ছবিটা মুক্তি পেয়েছিল। তবে এই বছর এখনও পর্যন্ত কোনও ছবি মুক্তি পায়নি। ‘দেবী চৌধুরাণী’ ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত্। মে মায়ের গোড়ায় সেই ছবি মুক্তি পাবে প্রথমে এমন ঘোষণা করা হয়েছিল। তবে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। অগস্ট মাসের আগে ছবিটা মুক্তি পাবে না। মে-জুনে সুপারস্টারের কোনও ছবি দেখা না গেলেও, জুলাই মাসে অবশ্য রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মালিক’ ছবির হাত ধরে বড়পর্দায় আসছেন বুম্বাদা। হিন্দি ছবিটায় ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র করছেন প্রসেনজিত্। ‘মালিক’ আর ‘দেবী চৌধুরাণী’ ছাড়া পাভেল পরিচালিক ‘ডাক্তারকাকু’ ছবিটা মুক্তি পাবে, যেখানে ঋদ্ধি সেনের সঙ্গে থাকছেন প্রসেনজিত্। সম্প্রতি এই ছবির ডাবিং শেষ করলেন নায়ক। অন্যদিকে ‘বিজয়নগরের হিরে’ ছবির জন্য জোরদার শুটিং করছেন প্রসেনজিত্। আউটডোর শুটিং শেষ হয়ে গিয়েছে। এবার শহরে চলছে শুটিং। ৩০ এপ্রিল অবশ্য সুপারস্টার ছিলেন দীঘায়। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য পৌঁছে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে তাঁকে। শহরে ফিরে আবার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা। এই ছবি বড়দিনে মুক্তি পাবে। তাই বছরের প্রথমভাগে প্রসেনজিতের কোনও ছবি মুক্তি না পেলেও, বছরের দ্বিতীয়ভাগে অন্তত চারটে কাজ আসবে বড়পর্দায়। এই মুহূর্তে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-র সাফল্য গায়ে মেখেছেন টলিউডের সুপারস্টার। জিত্ আর প্রসেনজিত্ মিলে ভারতীয় দর্শকদের উপহার দিয়েছেন একটা হিট ওয়েব সিরিজ।
