কোন তিন নায়িকার সঙ্গে প্রথমেই কাজ করতে চান প্রযোজক যিশু-সৌরভ?
দুই অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস তাঁদের নতুন প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস' গড়ে তুলেছেন। দক্ষিণপাড়া দুর্গাপুজোর জন্য এই প্রযোজনা সংস্থা থেকে 'দুগ্গা মা এসেছে' গানটা তৈরি করা হল। এই গানের পরিচালনা করেছেন যিশু সেনগুপ্ত। আগামী দিনেও পরিচালনার ব্যাপারে যিশু আগ্রহী, সে কথা জানালেন TV9 বাংলাকে।

দুই অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস তাঁদের নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ গড়ে তুলেছেন। দক্ষিণপাড়া দুর্গাপুজোর জন্য এই প্রযোজনা সংস্থা থেকে ‘দুগ্গা মা এসেছে’ গানটা তৈরি করা হল। এই গানের পরিচালনা করেছেন যিশু সেনগুপ্ত। আগামী দিনেও পরিচালনার ব্যাপারে যিশু আগ্রহী, সে কথা জানালেন TV9 বাংলাকে।
কোন তিন নায়িকাকে নিয়ে প্রথমে কাজ করতে চান সৌরভ? অভিনেতার উত্তর, ”প্রথমেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম বলব। অসাধারণ কাজ করছেন। এবার তার পরবর্তী প্রজন্মের কথা বলি। অঙ্গনা রায়ের কাজ আমার খুব ভালোলাগে। যিশুদাকেও বলেছি সেই কথা। মনে হয়, অঙ্গনার আরও ভালো চরিত্র পাওয়া উচিত।” এরপর যিশু যোগ করেন, ”দর্শনার কথা বলব। দর্শনা এর মধ্যে একটা প্রোজেক্টের শুটিং করছিল। সেটা এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। সেখানে দর্শনাকে যেভাবে দেখেছি, আমাকে কিছু অংশ দেখিয়েছিল, সেভাবে আগে দেখিনি।” সৌরভ বলেন, ”’মেট্রো ইন দিনো’ হওয়ার পর আমি অবশ্যই দর্শনার কথা বলব।”
‘দুগ্গা মা এসেছে’ গানে দেখা যাবে দর্শনা বণিককেই। তার সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস রায় আর রাহুল মজুমদার। যিশু সেনগুপ্ত বলেন সৌরভকে নিয়েও তিনি কাজ করতে চান। তাঁদের প্রযোজনা সংস্থা থেকে নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার কথা ভাবছেন যিশু। কোনও নির্দিষ্ট গল্পের জন্য অডিশন নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করতে পারেন তাঁরা, সেই আভাস দিলেন। এরপর বাংলা ছবি তৈরি করার পরিকল্পনা করছেন যিশু আর সৌরভ। আপাতত তাঁদের তৈরি গানে মেতে ওঠার পালা।
