‘সুচিত্রা সেনের জন্য আমার প্রথম গাড়ি হয়’, প্রভাত রায় কেন বললেন?
সুচিত্রা সেনের সঙ্গে কাজ না হলেও পরিচালক প্রভাত রায়ের জীবনের প্রথম গাড়ি মিসেস সেনের জন্যই হয়েছিল।

সুচিত্রা সেন একটা সময়ে সিনেমা থেকে যখন বিদায় নিয়ে ছিলেন। অনেকেই চেষ্টা করেছিলেন তাঁকে নিয়ে ছবি করার। তবে মিসেস সেনকে এমন কোন চিত্রনাট্য আকর্ষণ করেনি, যার জন্য তিনি আবার ক্যামেরার সামনে আসবেন। তবে সুচিত্রা সেনের সঙ্গে কাজ না হলেও পরিচালক প্রভাত রায়ের জীবনের প্রথম গাড়ি মিসেস সেনের জন্যই হয়েছিল। কি সেই ঘটনা নিজেই পরিচালক লিখেছেন তাঁর ক্ল্যাপস্টিক বইতে।
পরিচালক প্রভাত রায়ের কথায়, সেই সময় প্রতিক ছবির জন্য কাস্টিং চলছে, চিরঞ্জিত চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল, অনেকেই ঠিক হয়ে গিয়েছে। তবে একটি প্রধান চরিত্র চিরঞ্জিত চক্রবর্তীর মায়ের জন্য প্রযোজক প্রণব বসু চাইছিলেন এই চরিত্রটি যদি মিসেস সেন করেন। কারণ এর আগে চণ্ডীমাতা ফিল্মের সঙ্গে মিসেস সেন অনেক কাজ করেছেন। প্রণব বাবুর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে মিসেস সেনের। ফোন করতে মিসেস সেন বাড়িতে ডাকলেন।
তাঁর পুরনো বাড়িতে পৌছলাম আমি আর প্রযোজক প্রণব বসু। বারান্দার এক কোনে বসলাম। সেখানেই এলেন মিসেস সেন। তাঁকে দেখে আমি এতোটাই ঘাবড়ে গিয়েছিলাম , যে আমি আর চিত্রনাট্য শোনানোর মত অবস্থায় ছিলাম না। মিসেস সেন যখন বললেন, চিত্রনাট্য পড়ে শোনাতে, তখন আমি বললাম আমি ঘাবড়ে আছি, আজ একটু কথা বলি আগামীকাল শোনাবো। এতে মিসেস সেন বলেছিলেন,” আপনি এত বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন, আর আমাকে দেখে ঘাবড়াচ্ছেন কেনো? ” আমি বলেছিলাম সে আপনি বুঝবেন না। শেষে আমাদের জন্য রাধা বল্লবি আলুর দম এনে খেয়ে বেরিয়ে আসি। তবে মিসেস সেন আমার আগের ছবির কথা জানতেন। আমার ছবিটি হিট করেছে সেটাও জানিয়েছিলেন। পরের দিন স্ক্রিপ্টের যে অংশ তে ম্যাডামের চরিত্র লেখা সেগুলি বাদে বাকি চিত্রনাট্যতে ক্লিপ লাগিয়ে নিয়ে যাই, চিত্রনাট্য শুনে তিনি বলেন, ছবিটি হিট করবে, তবে তিনি চরিত্রটি করতে পারবেন না। যেদিন চিত্রনাট্যের শুরু শেষ তাঁর হবে , সেদিন যেন আমি তাঁর কাছে যাই, যেমন মাদার ইন্ডিয়া ধরনের গল্প হতে পারে। না হলে আবার ক্যামেরার সামনে যাওয়ার ইচ্ছে তাঁর নেই। তখন বলেছিলাম এইরকম চিত্রনাট্য নিয়ে আমি যাবো, যদিও সেই রকম কিছু আর করা হয়নি। তবে সেই দিন আবার জল খাবার খেয়ে তিনি নিজে দরজা পর্যন্ত ছাড়তে এসেছিলেন। আমি প্রণব বসুর গাড়িতে উঠছি শুনে মিসেস সেন বললেন, “সেকি প্রভাত আপনার গাড়ি কোথায়?” আমি জানালাম, এখনও করে উঠতে পারিনি। সেই কথা শুনে প্রণব দাকে তিনি বললেন, ” সেকি আপনার দুটো ছবি হিট দিয়েছেন পরিচালক, আর আপনি ওকে একটা গাড়ি উপহার দেন নি!” এই কথা শুনে খুব লজ্জিত হয়েছিলেন প্রণব দা। এর পরই আমাকে একটা মারুতি এইট হানড্রেড কিনে দিয়েছিলেন প্রণব বসু। আমার খুব আনন্দ হয়েছিল, মিসেস সেনের জন্য আমার প্রথম নিজের গাড়ি হয়েছিল। যদিও ওকে আর জানানো হয়নি।”
