Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হেমাকে দেখে লুকিয়েছিলেন শাহরুখ, কেন ড্রিম গার্লকে যমের মতো ভয় পেতেন কিং খান?

Shahrukh Khan: তখন সদ্য বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছিলেন শাহরুখ খান। তাঁর তখন সাফল্য গগনচুম্বি। একটি জনপ্রিয় পত্রিকা থেকে সাক্ষাৎকার নেওয়া হয় তাঁর। তা প্রকাশিত হওয়ার পর থেকেই হেমা মালিনীকে দেখলে ভয় কুঁকড়ে যেতেন শাহরুখ। কী এমন ঘটেছিল?

হেমাকে দেখে লুকিয়েছিলেন শাহরুখ, কেন ড্রিম গার্লকে যমের মতো ভয় পেতেন কিং খান?
শাহরুখ এবং হেমা।
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 2:47 PM

অনেক সকালে কল টাইম পেয়েছিলেন শাহরুখ। স্টুডিয়োতে ঢোকা মাত্রই লুকিয়ে-লুকিয়ে যাচ্ছিলেন নিজের মেকআপ রুমের দিকে। সেই একই স্টুডিয়োতে অন্যত্র শুটিং করছিলেন কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীও। কোনওভাবেই হেমার সামনে আসলে চলবে না শাহরুখের। খুবই ভয়ে-ভয়ে লুকিয়ে-লুকিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যে হয়। হেমা মালিনীর চোখেই পড়ে গেলেন শাহরুখ।

হেমা তাঁকে ডেকে নিজের মেকআপ রুমে নিয়ে আসেন। পাশে বসতে বলেন। তারপরে তাঁকে জিজ্ঞেস করেন, “তুমি আমার ব্যাপারে সংবাদমাধ্যমকে কী বলেছ?” কথাটি বলতে গিয়ে শাহরুখের চোখ ক্রমে মাটির দিকে চলে যাচ্ছিল। তিনি বললেন, “একটি সাক্ষাৎকারে শিরোনাম হয়েছিল, ‘হেমা মালিনী পরিচালনা করতে পারেন না’। আমার মুখে কথাটা বসানো হয়েছিল। তারপর থেকে আমি বেশ ভয়ে ছিলাম। মনে-মনে ভেবেছিলাম, আমাকে দেখেই বকুনি দেবেন হিমাজি। তাই তিনি যখন আমাকে ডেকেছিলেন, খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম, কেন সময়টা শেষ হচ্ছে না। লজ্জায় লাল হয়ে আমি মাটির মধ্যে ঢুকে গিয়েছিলাম।”

পরিস্থিতি শান্ত করে হেমা সেদিন শাহরুখকে বলেছিলেন, “তুমি আমার ব্যাপারে এসব কী বলেছ। হয়তো আমি খুব বিখ্যাত। না হলে তুমি। আমার সময় ফুরিয়ে এসেছে। তা হলে তুমিই বিখ্যাত। এখন যাও কাজ করো।”

ইন্ডাস্ট্রিতে বড়দের চিরকালই খুব সম্মান করে এসেছেন শাহরুখ। হেমা মালিনীর সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছিলেন কি না, তা কেবলমাত্র তিনিই জানেন। তবে এ কথা সত্যি, বিনোদন পত্রিকায় সেই শিরোনাম বেড়ানোর পর খুবই গ্লানিতে ভুগেছিলেন শাহরুখ।