AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার মৃত্যুর পর মায়ের এমন ব্যবহার! রুক্মিণী ভেবেছিলেন, ‘মা-বাবার সম্পর্ক…’

Rukmini Maitra: বর্তমানে টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মডেল হিসাবে বহু দিন আগেই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। তার পর ২০১৭ সাল থেকে শুরু হয় তাঁর নায়িকা হওয়ার যাত্রা। ২০১৭ তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল।

বাবার মৃত্যুর পর মায়ের এমন ব্যবহার! রুক্মিণী ভেবেছিলেন, 'মা-বাবার সম্পর্ক...'
| Edited By: | Updated on: Nov 16, 2024 | 12:49 PM
Share

বর্তমানে টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মডেল হিসাবে বহু দিন আগেই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। তার পর ২০১৭ সাল থেকে শুরু হয় তাঁর নায়িকা হওয়ার যাত্রা। ২০১৭ তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল। সেই বছরই তাঁর কেরিয়ার মোড় নিয়েছিল সম্পূর্ণ এক অন্য দিকে।

আর ছবি মুক্তির কয়েক দিন আগেই বাবাকে হারান নায়িকা। তখনও তাঁর প্রথম ছবি ‘চ্যাম্প’-এর শুটিং শেষ হয়নি। ছবির প্রথম সাংবাদিক সম্মেলনে সবার সামনেই কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। কিছু দিন আগে ‘টেক্কা’ ছবির প্রচারের সময় সেই ২০১৭ সালের মুহূর্তে ফিরে গিয়েছিলেন অভিনেত্রী। বাবা চলে যাওয়ার পর নিজেকে কী ভাবে সামলেছিলেন তিনি? সেই মুহূর্তে তাঁর মা কী বলেছিলেন? বেশ কিছু দিন আগে একটি পডকাস্টে সাত বছর আগে সেই স্মৃতিতেই ডুব দেন অভিনেত্রী।

রুক্মিণী বললেন, “২০১৭ সালে আমার বাবা চলে যান। তখন মায়ের একটা ব্যবসা ছিল। প্রতি দিন মা তৈরি হয়ে অফিস যেতেন। বাবার মৃত্যুর পরের দিনও দেখলাম মা প্রতিদিনের মতো তৈরি অফিস যাওয়ার জন্য। আমি আমার দাদা তখন বাড়িতেই বসে আছি। আমায় দেখে মা বলেন বসে আছো কেন? তৈরি হয়ে শুটিংয়ে যাও। শুটিংয়ের সবাইকে যা বলার আমি বলে দিয়েছি। মায়ের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। একী বলছেন! মা শুটিংয়ে সবাইকে বলে দিয়েছিলেন ফ্লোরে আমায় যেন কেউ প্রশ্ন না করে যে আমি ঠিক আছি কিনা। সেদিন আমার মায়ের উপর একটু রাগই হয়েছিল। মনে হয়েছিল এত দিন আমার মা-বাবার মধ্যে যে সম্পর্ক যে ভালবাসা দেখে এসেছি সবটাই কি তবে মিথ্যে? কিন্তু এখন বুঝতে পারি মা সেদিন কেন এমন ব্যবহার করেছিলেন?”

উল্লেখ্য, একের পর এক ছবিতে সই করে চলেছেন রুক্মিণী। টেক্কা ছবিতে সম্পূর্ণ অন্য লুকে দেখেছেন দর্শক। আগামী দিনেও অনেক চমক নিয়ে আসছেন অভিনেত্রী।