হঠাত্ হাসপাতালে ভর্তি রণিতা, এখন কেমন আছেন ‘বাহামণি’?
টেলিভিশনের ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে। বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ রণিতা দাস। ওই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। খবর হলো, শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বমি, মাথার যন্ত্রণা এসব লক্ষণ ছিল। দেরি না করে শহরের এক বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রণিতা। তাঁকে পরিচিত মানুষরাই সেখানে নিয়ে গিয়েছেন।

টেলিভিশনের ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে। বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ রণিতা দাস। ওই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। খবর হলো, শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বমি, মাথার যন্ত্রণা এসব লক্ষণ ছিল। দেরি না করে শহরের এক বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রণিতা। তাঁকে পরিচিত মানুষরাই সেখানে নিয়ে গিয়েছেন। এখন কেমন আছেন অভিনেত্রী? রণিতার বন্ধু সৌপ্তিক চক্রবর্তী জানালেন, ”রণিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা গাইনোকোলজিকাল সমস্যা রয়েছে ওঁর। সেই কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’ সৌপ্তিক আশ্বস্ত করলেন, রণিতা অসুস্থ হয়ে পড়লেও, অনুরাগীদের মাত্রাতিরিক্ত চিন্তা করার কারণ নেই।
রণিতাকে যেহেতু আজই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই কারণে কত দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, ঠিক কত দিন তিনি শুটিং করতে পারবেন না বা আবার কবে শুটিংয়ে ফিরবেন, সেই তথ্য এখনই পাওয়া সম্ভব হয়নি। তবে এই ধারাবাহিকের প্রধান মুখ রণিতা। তাঁকে বাদ দিয়ে শুটিং করার কাজটা সহজ নয়। লক্ষণীয়, স্টার জলসার এই ধারাবাহিকের সঙ্গে একই সময়ে জি বাংলা চ্যানেলে দেখানো হয় ‘বেশ করেছি প্রেম করেছি’। তবে বেশ কয়েক সপ্তাহ ধরেই স্লট লিডার রণিতার ধারাবাহিক। তাই রণিতা দ্রুত সুস্থ হয়ে যাক, সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।
বাংলা ধারাবাহিকের শুটিংয়ে অনেকটা সময় ব্যয় করতে হয় প্রধান মুখদের। শরীরের যত্ন নেওয়ার সুযোগ পাওয়া যায় না সব সময়ে। এর আগে দিতিপ্রিয়া রায়, জীতু কমলের মতো অভিনেতা-অভিনেত্রীদের শুটিং থেকে বিরতি নিয়ে হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে।
