করণ জোহরের প্রযোজনা সংস্থা নাকি বিক্রি হতে চলেছে। কিছুদিন আগেই এমনই এক খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল আর্থিক সঙ্কটের কারণেেই নাকি করণ জোহর নিজের প্রযোজনা সংস্থা ধর্ম-র বেশ কিছু শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আদার পুনওয়ালার হাতে গিয়েছিল এই প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব। আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন সেরিন প্রোডাকশন করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ৫০ শতাংশ শেয়ার ১০০০ কোটি টাকায় কিনে নিয়েছেন বলেই খবর। উভয় পক্ষ থেকেই যে সংবাদ সামনে আনা হয়।
এবার কি এই সংস্থার নাম বদল হতে চলেছে? এত দিনের এক প্রযোজনা সংস্থা, মালিকানায় ভাঙ বসতেই বড় রদবদল? কী খবর আসছে বলিউড সূত্রে? সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমাদের জন্য এটা মোটেই তেমন বড় সিদ্ধান্ত ছিল না। আদরের সঙ্গে পার্টনারশিপে যাওয়াটা বিশেষ কোনও ব্যাপার নয়। আমরা জানতাম ধর্ম প্রযোজনার জন্য যোগ্য এবং সেরা পার্টনার একমাত্র ওই হতে পারত।’ তাঁর কথায় এতদিন তিনি যা করেছেন নিজের চেষ্টায়, তবে এবার সত্যি বিনিয়োগ প্রয়োজন ছিল। তবে এত গুরুগম্ভীর কথার মাঝে তিনি মজা করে এদিন জানান যে তিনি ভাবছেন ধর্ম প্রযোজনার নাম বদলে ফার্মা প্রোডাকশন হাউজ করবেন কিনা!
প্রসঙ্গত, বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা যা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য জমিয়ে রখেছে। যশ জোহরের হাত ধরে ১৯৭৯ সালে এই প্রযোজনা সংস্থার জন্ম। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর সংস্থার ভার কাঁধে তুলে নিয়েছিলেন করণ জোহর। যদিও খবর এই সিদ্ধান্ত নাকি আরও ভাল ছবি, সিরিজ, কনটেন্ট দর্শকদের উপহার দেওয়ার জন্যই নেওয়া। এই চুক্তির ফলে আরও অনেক উন্নত মানের কাজ দর্শকদের উপহার দেওয়া যাবে বলেই আশাবাদী দুই পক্ষ।