শুভশ্রী-মিমিকে একসঙ্গে নিয়ে কেন ছবি হচ্ছে না? শুভশ্রী যা বললেন
এই মুহূর্তে বাংলা ছবির অন্যতম দুই সেরা তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তী। সম্প্রতি তাঁরা একটা কোল্যাব করেছেন ইনস্টাগ্রামে, যার ভিউ দশ মিলিয়ন ছাড়িয়েছে। দুর্গাপুজোতে তাঁরা একসঙ্গে একটা বিজ্ঞাপনের শুটিং করেছেন। কিন্তু বড়পর্দায় কেন তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তরে TV9 বাংলার স্টুডিয়োতে এসে শুভশ্রী বললেন, ''কেন এমন ছবির প্রস্তাব আসছে না, জানি না। কেন প্রযোজক-পরিচালকরা ভাবছেন না, সেটা জানি না।

এই মুহূর্তে বাংলা ছবির অন্যতম দুই সেরা তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তী। সম্প্রতি তাঁরা একটা কোল্যাব করেছেন ইনস্টাগ্রামে, যার ভিউ দশ মিলিয়ন ছাড়িয়েছে। দুর্গাপুজোতে তাঁরা একসঙ্গে একটা বিজ্ঞাপনের শুটিং করেছেন। কিন্তু বড়পর্দায় কেন তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তরে TV9 বাংলার স্টুডিয়োতে এসে শুভশ্রী বললেন, ”কেন এমন ছবির প্রস্তাব আসছে না, জানি না। কেন প্রযোজক-পরিচালকরা ভাবছেন না, সেটা জানি না।
আমি তো পরিচালক হলে এরকম কিছু ভাবতাম। আমরা অনেক মজার-মজার কাজ করতে পারি একসঙ্গে। মিমি এত প্রতিভাবান একজন অভিনেত্রী, ‘রক্তবীজ টু’-র সময়ে ও একা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল, আমার মনে হয় ভাবা উচিত।” শুভশ্রী কি কোনওদিন রাজ চক্রবর্তীকে জিজ্ঞাসা করেছেন যে, কেন তিনি মিমি আর শুভশ্রী দু’ জনকে নিয়ে ছবি ভাবছেন না? শুভশ্রী এই প্রশ্নের উত্তরে হেসে বললেন, ”জিজ্ঞাসা করিনি। কিন্তু আজকে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করব।”
লক্ষণীয় মিমি চক্রবর্তী টলিউডে ‘বোঝেনা সে বোঝেনা’-র মতো হিট ছবি করেছেন রাজের পরিচালনাতে। শুভশ্রী আবার রাজের পরিচালনায় একাধিক ভালো ছবি করেছেন। যার মধ্যে ‘পরিণীতা’ সবচেয়ে চর্চিত। এখন রাজ দুই নায়িকাকে নিয়ে কোনও ছবি করবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা। রাজ চক্রবর্তী ছাড়াও অন্য কোনও পরিচালক যদি দুই নায়িকার জুটিকে বড়পর্দায় নিয়ে আসতে পারেন, তা হলে দর্শকদের আগ্রহ থাকবে। যেমন কোয়েল মল্লিক আর স্বস্তিকা মুখোপাধ্যায়কে এক ছবিতে দেখার ইচ্ছা প্রকাশ করেন কিছু অনুরাগী।
শুভশ্রীকে সামনেই দেখা যাবে ‘অনুসন্ধান’ ওয়েব সিরিজে। মহিলা জেলে কীভাবে গর্ভবতী হয়ে যাচ্ছেন মহিলারা সেই প্রেক্ষাপটে এগিয়েছে এই গল্প। শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। ওয়েব সিরিজের প্রথম ঝলক নজর কেড়ে নিয়েছে। ৭ নভেম্বর মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। TV9 বাংলার অফিসে শুভশ্রী শুটিং করেছিলেন এই ওয়েব সিরিজের জন্যই।
