বাংলা ধারাবাহিকে ফিরছেন ‘উড়ান’-এর রত্নপ্রিয়া?
টলিপাড়ায় চর্চা এই ধারাবাহিক এত দ্রুত বন্ধ হয়ে যাক, সেটা নাকি চাননি অভিনেতা-অভিনেত্রীরা। অবশ্য কোন ধারাবাহিক কখন বন্ধ হবে, তা নির্ভর করছে টিআরপি-র উপর। 'উড়ান'-এর স্লটে 'পরিণীতা' বেঙ্গল টপার হয়ে গিয়েছিল। তাই প্রথমটার দৌড় বেশি হয়নি। এরপর প্রতীক সেন চ্যানেল পরিবর্তন করেছেন। স্টার জলসা চ্যানেলে একের পর এক কাজ করেছেন প্রতীক। তবে এবার জি বাংলা-র দাদামণি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। অঞ্জনা বসুকেও দেখা যাবে জি বাংলা-র কুসুম ধারাবাহিকে। খবর হল, রত্নপ্রিয়ার কাছে জি বাংলার তরফে নতুন ধারাবাহিকের প্রস্তাব গিয়েছে। তিনি সেই ধারাবাহিকের অংশ হচ্ছেন, খবর তেমন। এটা খাঁটি প্রেমের গল্প। রত্নপ্রিয়ার বিপরীতে কাজ করার জন্য টলিপাড়ার এক নামী অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে। বিষয়টা চূড়ান্ত হয়নি।

রত্নপ্রিয়া দাস পরিচিতি পেয়েছিলেন ‘উড়ান’ ধারাবাহিক করে। প্রতীক সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তাঁর শাশুড়ির চরিত্রে দেখা যেত অঞ্জনা বসুকে। স্টার জলসা চ্যানেলে রাত আটটার সময়ে দেখানো হয়েছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিক হিট, সেটা বলা যায় না। বছর ঘোরার আগে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই ধারাবাহিকে নজর কেড়েছিলেন রত্নপ্রিয়া।
টলিপাড়ায় চর্চা এই ধারাবাহিক এত দ্রুত বন্ধ হয়ে যাক, সেটা নাকি চাননি অভিনেতা-অভিনেত্রীরা। অবশ্য কোন ধারাবাহিক কখন বন্ধ হবে, তা নির্ভর করছে টিআরপি-র উপর। ‘উড়ান’-এর স্লটে ‘পরিণীতা’ বেঙ্গল টপার হয়ে গিয়েছিল। তাই প্রথমটার দৌড় বেশি হয়নি। এরপর প্রতীক সেন চ্যানেল পরিবর্তন করেছেন। স্টার জলসা চ্যানেলে একের পর এক কাজ করেছেন প্রতীক। তবে এবার জি বাংলা-র দাদামণি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। অঞ্জনা বসুকেও দেখা যাবে জি বাংলা-র কুসুম ধারাবাহিকে। খবর হল, রত্নপ্রিয়ার কাছে জি বাংলার তরফে নতুন ধারাবাহিকের প্রস্তাব গিয়েছে। তিনি সেই ধারাবাহিকের অংশ হচ্ছেন, খবর তেমন। এটা খাঁটি প্রেমের গল্প। রত্নপ্রিয়ার বিপরীতে কাজ করার জন্য টলিপাড়ার এক নামী অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে। বিষয়টা চূড়ান্ত হয়নি।
এই ব্যাপারে চ্যানেলের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সামনে জি বাংলায় দু’টো ধারাবাহিকের লঞ্চ রয়েছে। তারপর রত্মপ্রিয়ার ধারাবাহিক আসতে পারে, সেটা আন্দাজ করা যায়। লক্ষণীয়, সিনেমার একাধিক নামী মুখ এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অংশ হচ্ছেন। কারণ টলিপাড়ায় বাংলা ছবির সংখ্যা তুলনায় কমছে।
