AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৃষ্টিভেজা দিনে সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় সাহিত্যিক প্রফুল্ল রায়

বিহারের জনজীবনকে ভিত্তি করে ১৩ টি উপন্য়াস ও ২০ টি গল্প লিখেছিলেন প্রফুল্ল রায়। তিনি উপন্যাস এবং ছোটগল্প সহ প্রায় দেড় শতাধিক বই লিখেছেন।

বৃষ্টিভেজা দিনে সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় সাহিত্যিক প্রফুল্ল রায়
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 4:42 PM
Share

বাংলার বুকে নক্ষত্রপতন। বৃষ্টিভেজা দিনে শহর সারা বাংলাকে কাঁদিয়ে চিরনিদ্রায় সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯ জুন, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৪ সালে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে ভারতে চলে আসেন তিনি।

পাঁচের দশকের মাঝামাঝি দেশ পত্রিকায় তাঁর ধারাবাহিক উপন্যাস পূর্ব-পার্বতী রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। তাঁর লেখায় ধরা পড়ত মধ্যবিত্ত বাঙালির এবং ভারতের নানা জায়গায় মাটির গন্ধ। বিহারের জনজীবনকে ভিত্তি করে ১৩ টি উপন্য়াস ও ২০ টি গল্প লিখেছিলেন প্রফুল্ল রায়। তিনি উপন্যাস এবং ছোটগল্প সহ প্রায় দেড় শতাধিক বই লিখেছেন।

‘কেয়া পাতার নৌকো’ (২০০৩), ‘শতধারায় বয়ে যায়’ (২০০৮), ‘উত্তাল সময়ের ইতিকথা’ (২০১৪), ‘নোনা জল মিঠে মাটি’ (বাং ১৩৬৬) ইত্যাদি উপন্যাস সাড়া ফেলেছিল পাঠক মহলে। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পরই শোকস্তব্ধ গোটা বাংলা।