AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রথম পক্ষের ছেলে কোথায়?’,ঈশানের জন্মদিনে যশকে প্রশ্নে বিঁধলেন দর্শক

Tollywood: কয়েক দিন আগেই ছেলে ঈশানের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। ২০২১ সালের ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। ছেলের জন্মের আগে কম বিতর্ক হয়নি। তাও দেখতে দেখতে তিন বছর কেটে গেল। এত বছর পরেও সেই বিতর্ক এখনও ভোলেননি কেউই। এরই মধ্যে শুরু নতুন বিতর্ক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যশ এবং নুসরতের ছেলের এলাহি জন্মদিনের পার্টির ভিডিয়ো

'প্রথম পক্ষের ছেলে কোথায়?',ঈশানের জন্মদিনে যশকে প্রশ্নে বিঁধলেন দর্শক
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 6:55 PM
Share

কয়েক দিন আগেই ছেলে ঈশানের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। ২০২১ সালের ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। ছেলের জন্মের আগে কম বিতর্ক হয়নি। তাও দেখতে দেখতে তিন বছর কেটে গেল। এত বছর পরেও সেই বিতর্ক এখনও ভোলেননি কেউই। এরই মধ্যে শুরু নতুন বিতর্ক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যশ এবং নুসরতের ছেলের এলাহি জন্মদিনের পার্টির ভিডিয়ো। এই জন্মদিনের অনুষ্ঠানে নিজের কচিকাচাদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই।

গত কয়েক বছর ধরে খানিকটা বলিউডি ট্রেন্ডে গা ভাসিয়েছেন টলিপাড়ার নায়ক নায়িকারাও। যেমন করিনা কাপুর খানের ছেলের জন্মদিনে দেখা যায় ইন্ডাস্ট্রির সব স্টার কিডদের। কলকাতাতেও তেমনই চিত্র। কোয়েল মল্লিকও তাঁর ছেলের জন্মদিনে নেমতন্ন করেছিলেন টলিপাড়ার সব স্টাররিডদের। তেমনই যশ-নুসরতরাও আয়োজন করেছিলেন বিশেষ জন্মদিনের অনুষ্ঠানের। সেখানে বাবার সঙ্গে আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে ঈশান। এই ছবি ভিডিয়ো দেখেই রে রে কাণ্ড সমাজমাধ্যমের পাতায়।

নেপথ্যে রয়েছে অন্য কারণ। আসলে যশের আগের পক্ষেরও একটি ছেলে রয়েছে। শোনা যায়, দুই ভাই মাঝে মাঝে একসঙ্গেই থাকেন। তবে এমনিতে যশের বাবার কাছেই থাকে নায়কের প্রথম পক্ষের সন্তান। সেখানেই নাকি সে পড়াশোনা করে। তার কোনও ছবিও এখনও পর্যন্ত সে ভাবে প্রকাশ্যে দেখেননি দর্শক। ছোট ছেলের এত এলাহি জন্মদিনের আয়োজন দেখে ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ। অনেকেরই দাবি, কোথায় বড় ছেলেকে নিয়ে তো কোনও কথা বলতে শোনা যায় না। এক জন মন্তব্য করেছেন,”প্রথম পক্ষের ছেলের জন্মদিন এই ভাবে পালন করেছেন কখনও। ” আবার কেউ লিখেছেন,”বড় ছেলে কোথায়? শুধু ছোট ছেলেকে নিয়ে থাকলে হবে?” উল্লেখ্য, এই মুহূর্তে যশ-নুসরতকে পর্দায় খুব একটা দেখা যায় না। আপাতত তারকা জুটি ব্যস্ত নানা ব্র্যান্ডের এন্ডর্সমেন্ট নিয়ে।