দক্ষিণী ছবির যেন থামতেই চাইছে না। রাজামৌলির ছবি ‘আরআরআর’ এখনও সিনেমা হলে রাজ করছে, এর মধ্যেই খবর যশ-সঞ্জয় অভিনীত ‘কেজিএফ-চ্যাপ্টার ২’ ছবির অগ্রিম বুকিং শুরু হচ্ছে ৭ এপ্রিল। শুধু ভারতে নয়, সুদূর আমেরিকাতেও হবে অগ্রিম বুকিং ছবির। ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবি। অর্থাৎ এক সপ্তাহ আগেই শুরু হচ্ছে ব্যবসা।
তাছাড়া প্রথমবার কোনও ভারতীয় ছবি গ্রিস মুক্তি পেতে চলেছে। তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালম আর হিন্দি ভাষায় ছবি মুক্তি পাবে ভারত আর গ্রিসে। ইতালিতে শুধু দক্ষিণী ভাষায় মুক্তি পাবে যশের ছবি। ইতালির মতোই দক্ষিণ আমেরিকাতেও শুধু দক্ষিণী ভাষায় ছবি মুক্তি পাবে। এর আগে কোনও আঞ্চলিক ছবি এত বড় আকারে মুক্তি পায়নি।
‘কেজিএফ ১’ মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবির দ্বিতীয় ভাগের জন্য প্রত্যাশা তুঙ্গে ছিল। রকি রূপে যশকে তো দর্শক দেখতে চাইছিলেনই, তারপর যখন থেকে ছবির টিজারে সঞ্জয় দত্তকে দেখতে পাওয়া গিয়েছে অন্য লুকে, তখন থেকে প্রত্যাশার মাত্রাও বৃদ্ধি পেয়েছে।
প্রশান্থ নীল পরিচালিত এই ছবিতে মাত্রাতিরিক্ত হিংস্রতা দেখানো হয়েছে। যার ফলে দ্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন U/A সার্টিফিকেট দিয়ে ছবি মুক্তির জন্য অনুমতি দিয়েছে। যশ, সঞ্জয় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রবীনা ট্যান্ডন। রয়েছেন শ্রীনিধি শেঠিও।
আরও পড়ুন- Salman Khan: কেন কিছুটা স্বস্তিতে আপাতত সলমন খান? রইল সেই খবর