AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মের জন্য ছেড়েছেন বলিউড! এবার বিয়ের পিঁড়িতে জায়রা

অবসরপ্রাপ্ত ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম, যিনি ২০১৯ সালে ধর্মীয় কারণে বলিউড ছেড়ে দেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জায়রা তাঁর ঘনিষ্ঠ নিকাহ অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের চমকে দেন। জায়রা নিকাহ অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তিনি নিকাহনামায় সই করছেন—তাঁর হাতে রয়েছে সুন্দর মেহেন্দি এবং একটি পান্না পাথরের আংটি। ছবিতে তাঁর সই করার ভঙ্গিটিই কেন্দ্রবিন্দু, যা তাঁর জীবনের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার প্রতীক।

ধর্মের জন্য ছেড়েছেন বলিউড! এবার বিয়ের পিঁড়িতে জায়রা
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 10:35 AM
Share

অবসরপ্রাপ্ত ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম, যিনি ২০১৯ সালে ধর্মীয় কারণে বলিউড ছেড়ে দেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জায়রা তাঁর ঘনিষ্ঠ নিকাহ অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের চমকে দেন। জায়রা নিকাহ অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তিনি নিকাহনামায় সই করছেন—তাঁর হাতে রয়েছে সুন্দর মেহেন্দি এবং একটি পান্না পাথরের আংটি। ছবিতে তাঁর সই করার ভঙ্গিটিই কেন্দ্রবিন্দু, যা তাঁর জীবনের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার প্রতীক।

দ্বিতীয় ছবিতে, জায়রা এবং তাঁর স্বামীকে পিছন থেকে দেখা যাচ্ছে। তাঁরা রাতের আকাশের নীচে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছেন। জায়রার গায়ে রয়েছে গাঢ় লাল রঙের একটি ওড়না, যাতে সোনালি সুতোর কারুকাজ রয়েছে; আর তাঁর বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি ও মানানসই চাদর। চাঁদের আলোয় ছবিটি এক গভীর অন্তরঙ্গতা ও আত্মিক প্রশান্তির অনুভূতি ছড়িয়ে দেয়। জায়রা তার ক্যাপশনটি সহজ কিন্তু তাৎপর্যপূর্ণ রেখেছেন: “কবুল হ্যায় x3।”

১৬ বছর বয়সে আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) ছবিতে কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন জায়রা ওয়াসিম। এই চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর সম্মান পান। এরপর ২০১৭ সালে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতেও অভিনয় করেন, যা তাঁকে বলিউডের অন্যতম প্রতিভাবান তরুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।

তবে, ২০১৯ সালে জায়রা ঘোষণা দেন যে তিনি সিনেমা ছাড়ছেন, কারণ অভিনয় তাঁর ধর্মবিশ্বাসের বিরোধী। এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “এই জগতে আমাকে অনেক ভালোবাসা, সমর্থন ও প্রশংসা মিলেছে; কিন্তু এই পথটি আমাকে অজান্তেই ধর্মের প্রতি আনুগত্য থেকে দূরে সরিয়ে নিয়েছে।” তিনি আরও বলেন, বিনোদন দুনিয়া তাঁর ধর্মের সঙ্গে সম্পর্ককে বিঘ্নিত করেছিল, যার কারণে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন।