AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health News: ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যুর কারণ এই রোগ! নতুন গবেষণা ঘিরে শুরু শোরগোল

Health News: : ICMR সমীক্ষা অনুসারে, প্রতি বছর ক্যানসারের কারণে মহিলাদের অস্বাভাবিক মৃত্যুর হার ১.২-৪ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। পুরুষদের মধ্যে প্রতি বছর ১.২-২.৪ শতাংশ দ্রুত বাড়ছে মৃত্যু।

Health News: ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যুর কারণ এই রোগ! নতুন গবেষণা ঘিরে শুরু শোরগোল
| Updated on: Feb 28, 2025 | 2:43 PM
Share

যত দিন যাচ্ছে যেন বেড়েই চলেছে ক্যানসারের প্রকোপ। সম্প্রতি প্রকাশ্যে আসা এক গবেষণার রিপোর্ট উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশে মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রোগ। গবেষণায় দেখা যাচ্ছে, ভারতে প্রতি পাঁচজনের মধ্যে তিনজন ক্যানসারের কারণে অকালে মারা গিয়েছেন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এই সমীক্ষায় গ্লোবাল ক্যানসার অবজারভেটরি ডেটা বিশ্লেষণ করে। সেই গবেষণা বলছে দেশে অকাল মৃত্যুর হার ৬৪.৮ শতাংশ। ২০৫০ সালের মধ্যে তা বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে ধারণা।

ICMR সমীক্ষা অনুসারে, প্রতি বছর ক্যানসারের কারণে মহিলাদের অস্বাভাবিক মৃত্যুর হার ১.২-৪ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। পুরুষদের মধ্যে প্রতি বছর ১.২-২.৪ শতাংশ দ্রুত বাড়ছে মৃত্যু।

চিকিৎসকরা জানান, ভারতে ক্যানসারে মৃত্যুর হার এত বেশি হওয়াত্র কারণ অনেক। তার মধ্যে দেরীতে রোগ নির্ণয় এবং সময় মতো উপযুক্ত চিকিৎসা না পাওয়া অন্যতম।

গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুসারে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর একটি গবেষণা অনুসারে ভারতে ক্যানসারের কারনে অকাল মৃত্যুর সংখ্যা ২০০০ সালে ছিল ৪৯০,০০০। সেটাই ২০২২ সালে পৌঁছেছে ৯১৭,০০০ জনে। অর্থাৎ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছ।

বিশেষ করে মহিলাদের মধ্যে, স্তন ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি। প্রায় ১৩.৮ শতাংশ নতুন ক্যানসারের রোগী এই রোগে আক্রান্ত। এরপরে রয়েছে ওরাল ক্যানসার ১০.৩ শতাংশ, সার্ভিকাল ক্যানসার ৯.২ শতাংশ, শ্বাসযন্ত্রের ক্যানসার ৫.৮ শতাংশ, খাদ্যনালীর ক্যানসার ৫ শতাংশ এবং কোলোরেক্টাল ক্যানসার ৫ শতাংশ।

পুরুষদের মধ্যেও, ওরাল ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ১৫.৬ শতাংশ এই রোগের শিকার। শ্বাসযন্ত্রের ক্যানসারে আক্রান্ত ৮.৫ শতাংশ, খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত ৬.৬ শতাংশ এবং কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ৬.৩ শতাংশ।

আগামী দুই দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গেই ক্যানসারজনিত মৃত্যুর হার বার্ষিক দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ এই সমীক্ষার খবর ছাপা হয়েছে। জানানো হয়েছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত।