Gallstones Symptoms: কোলেস্টেরল বাড়লেও পিত্তথলিতে পাথর হতে পারে, জানেন কি?
Gallbladder Stones Causes & Symptoms: কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যার্টাকের সম্ভাবনা বাড়ে কিন্তু গলস্টোন হওয়ার প্রবণতাও যে বাড়ে তা জানতেন কি
কোলেস্টেরল একরকম হলুদ রঙের চটচটে মোম জাতীয় পদার্থ যা আমাদের রক্তেই থাকে। এবার অই কোলেস্টেরল যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে খুবই খারাপ। বিশেষত এই খারাপ কোলেস্টেরল। তা শিরায় জমতে শুরু করলে সেখান থেকে হার্ট অ্যার্টাকের প্রবণতা বাড়ে। এমনকী হতে পারে স্ট্রোকও। এছাড়াও কোলেস্টেরল বাড়লে সেখান থেকে পাথরও হতে পারে পিত্তথলিতে। পিত্তথলিতে পাথর কিডনি স্টোনের থেকে একদম আলাদা। আর এই পাথর ক্যালশিয়ামের পরিবর্তে কোলেস্টেরল থেকে তৈরি হয়। যে কারণে এর লক্ষণও ভিন্ন হয়। এই পাথরকেই গলব্লাডার স্টোন বলা হয়। যাদের কোলেস্টেরল হাই তাদের গলব্লা়ডারে স্টোন হওয়ার প্রবণতা থেকে যায়।
জনস হপকিন্স মেডিসিন অনুসারে, যখন পিত্ত রসের মধ্যে কোলেস্টেরল এবং বিলিরুবিনের পরিমাণ বেশি এবং পিত্ত লবণ কম থাকে তখন পিত্তথলিতে পিত্তথলির পাথর তৈরি হয়। পিত্তথলি থেকে বিলিরুবিন আর কোলেস্টেরল বেরিয়ে যায়। কিন্তু তা যখন শরীরে জমতে থাকে সেখান থেকেই তা পাথরে পরিণত হয়। আর পিত্তথলিতে পাথর আটকে গেলে তার পরিণতিও মারাত্মক হয়। আর তাই গলব্লাডারে স্টোন হলে তা অপারেশন করার পরামর্শ দেওয়া হয়। গলব্লাডারে স্টোন হলেও পেটে খুব ব্যথা হয়। যে কারণে অনেক সময় এই স্টোনকে কিডনি স্টোন বলে ভুল করে ফেলেন অনেকেই।
গলস্টোনের ক্ষেত্রে যে সব উপসর্গ থাকে-
পেটের উপরের অংশে একটানা ব্যথা কাঁধ আর পিঠের মধ্যবর্তী অংশে ব্যথা ডান কাঁধে ব্যথা বমি বমি ভাব বমি জ্বর ঠান্ডা লাগা সবসময় জন্ডিস বদহজম এবং পেটফাঁপা
পিত্তথলি থেকে পাথর বের করতে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। আবার কিছুক্ষেত্রে ওষুধেও কিন্তু অনেক কাজ হয়ে যায়। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা চিকিৎসকই নেবেন। অযথা হোমিওপ্যাথি বা অন্য ট্রিটমেন্টের ভরসায় থাকবেন না। প্রয়োজনমতো যাবতীয় পরীক্ষা করিয়ে নিন।