Heart Attack Disease: হার্ট অ্যাটাকের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কি অন্য মারণরোগকে ডেকে আনে?
Medicine Side Effects: মানুষ ওষুধ খায় সুস্থ হয়ে ওঠার জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য। কিন্তু ওষুধ খেলেই যে সব সময় সুস্থ হয়ে উঠবেন এমনটা হয় না, মানে এমন অনেক ওষুধ আছে যা খেয়ে হিতে বিপরীত হতে পারে। অনেকের অনেক সময় নানা ধরনের ওষুধে এলার্জি থাকে।

মানুষ ওষুধ খায় সুস্থ হয়ে ওঠার জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য। কিন্তু ওষুধ খেলেই যে সব সময় সুস্থ হয়ে উঠবেন এমনটা হয় না, মানে এমন অনেক ওষুধ আছে যা খেয়ে হিতে বিপরীত হতে পারে। অনেকের অনেক সময় নানা ধরনের ওষুধে এলার্জি থাকে। অনেকের ক্ষেত্রে হয়তো একটা কোনও রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ওষুধ সেই সমস্যা সমাধান করলেও অন্য রোগের কারণ হয়ে দাঁড়ায়। ক্ষতি করে দেয় শরীরের অন্য অঙ্গের। অন্তত তেমনটাই দেখা গিয়েছে বহু ক্ষেত্রে এমনকি প্রমাণিত হয়েছে নানা গবেষণায়। তেমনই হার্টের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ আছে শরীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে?
হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বিটা ব্লকার (Beta Blockers)। যদিও নতুন গবেষণা বলছে এই ওষুধ হয়তো রোগীদের জন্য খুব একটা উপকারী নয়। বরং, কিছু ক্ষেত্রে মহিলাদের জন্য মৃত্যুকে ডেকে আনতে পারে এই ওষুধ। গবেষণাটি ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেসে উপস্থাপিত হয় এবং দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন ও ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ প্রকাশিত হয়েছে।
কী বলছে গবেষণা?
গবেষণায় দেখা গেছে, যেসব মহিলাকে বিটা ব্লকার দিয়ে চিকিৎসা করা হয়েছিল, তাঁদের মৃত্যু, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি যারা ওষুধ নেননি তাঁদের তুলনায় তিনগুণ বেশি।
হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসায় বিটা ব্লকার কীভাবে কাজ করে?
বিটা ব্লকার এমন এক ধরনের ওষুধ যা বিভিন্ন হার্টের সমস্যার জন্য রোগীদের দেওয়া হয়। বিশেষ করে হার্ট অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ওষুধ। হার্টবিট কমায়, হৃদপেশীর সংকোচনের শক্তি কমায় এবং রক্তচাপ হ্রাস করে। এসব প্রভাবের ফলে হার্টের ওপর চাপ কমে, অক্সিজেনের প্রয়োজনীয়তা কমে আসে, যা ভবিষ্যতে আরেকটি হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং হার্টের কর্মক্ষমতা উন্নত করে।
স্পেনের Centro Nacional de Investigaciones Cardiovasculares (CNIC)-এর সায়েন্টিফিক ডিরেক্টর ও প্রধান গবেষক বরজা ইবানিয়েজ বলেন, “বর্তমানে জটিলতাহীন মায়োকার্ডিয়াল ইনফার্কশন রোগীদের ৮০ শতাংশেরও বেশি ডিসচার্জের সময় বিটা ব্লকার প্রেসক্রাইব করা হয়। এই ফলাফল হার্ট অ্যাটাক চিকিৎসায় কয়েক দশকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
এই গবেষণায় স্পেন ও ইতালির ১০৯টি হাসপাতালে মোট ৮,৫০৫ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের এলোমেলোভাবে (randomly) দুটি দলে ভাগ করা হয়—এক দলকে বিটা ব্লকার দেওয়া হয় এবং অন্য দলকে দেওয়া হয়নি। তবে উভয় দলকেই স্ট্যান্ডার্ড চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের চার বছর ধরে পর্যবেক্ষণ করা হয়।
ফলাফলে দেখা যায়, দুই দলের মধ্যে মৃত্যুর হার, পুনরায় হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট ফেইলিওরের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে বড় কোনো পার্থক্য নেই। তবে সাবগ্রুপ বিশ্লেষণে (subgroup analysis) দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে বিটা ব্লকার গ্রহণ করলে নেতিবাচক প্রভাব বেশি দেখা গেছে।
গবেষণায় আরও জানা গেছে, বিটা ব্লকারে চিকিৎসা পাওয়া মহিলাদের মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ২.৭ শতাংশ বেশি ছিল, পুরো ফলোআপ সময়কালে।
