Alcohol Disease In Women: মদ্য়পানে মহিলাদের ক্ষতি পুরুষদের তুলনায় অনেকটা বেশি, কী করবেন তাহলে এবার?

Alcohol Affects Women: এছাড়াও গর্ভাবস্থায় মদ্যপানের পরিণাম হতে পারে আরও ভয়ানক। এক্ষেত্রে গর্ভপাত, মৃত শিশুর জন্ম, প্রি-ম্যাচিওর বেবির জন্ম দেওয়ার মতো হাজার সমস্য়া হতে পারে। কারণ মায়ের রক্তের মাধ্যমে ওই অ্যালকোহল শিশুর শরীরে প্রবেশ করে।

Alcohol Disease In Women: মদ্য়পানে মহিলাদের ক্ষতি পুরুষদের তুলনায় অনেকটা বেশি, কী করবেন তাহলে এবার?
মদ্যপানে ক্ষতি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 1:55 PM

মদ্যপানের বদঅভ্যাস নারী-পুরুষ উভয়েরই রয়েছে। উইকেন্ডের পার্টিতে বা অন্যান্য অনুষ্ঠানে স্বাস্থ্যের তোয়াক্কা না করেই মদের গ্লাসে দেদার চুমুক দেন তাঁরা। এতে শরীরের যে কতখানি ক্ষতি হয় তা জেনেও না জানার ভান করে থাকেন। এবার এই ব্যাপারে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, মদ্যপান করলে পুরুষদের থেকে নারীদের ক্ষতি অনেকটাই বেশি হয়। গবেষণায় দেখা গিয়েছে, ২০ শতাংশ পুরুষ মদ্যপানের কারণে নানা রোগের শিকার হন। অন্যদিতে মাত্র ৬ শতাংশ নারী মদ্যপান করলেও, তাঁদের মধ্যে পুরুষদের তুলনায় মদ্যপানজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার হার বেশি।

মদ মূলত অ্যালকোহল ডিহাইড্রোজেনাস ও মাইটোকন্ড্রিয়াল অ্যালডেহাইড ডিহাইড্রোজেনাস দিয়ে তৈরি। যা লিভারের উপর থাবা বসায়। কিন্তু এর পুরুষদের তুলনায় মহিলাদের উপর অ্যালকোহলের প্রভাব পড়ে অনেকটাই বেশি। এমনকি মহিলাদের যৌন স্বাস্থ্য়ের উপরও এর প্রকোপ পড়ে। শুধু তাই-ই নয়, অ্য়ালকোহল সেবনের ফলে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক, মস্তিষ্কর নানাবিধ সমস্যা, লিভারের সমস্য়ার ঝুঁকিও পুরুষদের থেকে বেশি।

এই বিষয়ে গবেষণা বলছে, যদি একজন পুরুষ ২০-৩০ বছর টানা মদ্যপান করেন তবে একটা সময়ের পর নানা শারীরিক সমস্যার সম্মুখীন হন। সেখানে একজন মহিলা যদি ৫-৬ বছরই একটানা মদ্যপান করেন তাহলেই তাঁর শরীরে নানা সমস্যা দেখা দেয়। এবং বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে এই সমস্যা আরও বাড়তে থাকে। অ্যালকোহলে ভরপুর ফ্য়াট থাকে। নারী শরীর এই ফ্যাট তাড়াতাড়ি শোষণ করে বলেই বিশেষজ্ঞদের মত। তাই মদ্যপানের ফলে মহিলাদের মধ্যে স্থূলতার সমস্যা দেখা যায়।

এছাড়াও গর্ভাবস্থায় মদ্যপানের পরিণাম হতে পারে আরও ভয়ানক। এক্ষেত্রে গর্ভপাত, মৃত শিশুর জন্ম, প্রি-ম্যাচিওর বেবির জন্ম দেওয়ার মতো হাজার সমস্য়া হতে পারে। কারণ মায়ের রক্তের মাধ্যমে ওই অ্যালকোহল শিশুর শরীরে প্রবেশ করে। ফলে এই ধরনের সমস্যা হয়। একে ফোয়েটাল অ্যালকোহল স্পেকটার্ম ডিসঅর্ডার (Foetal Alcohol Spectrum Disorders) বলে।

ফোয়েটাল অ্যালকোহল স্পেকটার্ম ডিসঅর্ডার-এর ফলে শিশুর মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন-

১. শিশুর উপরের ঠোঁট ও নাকের মাঝে একটা কাঁটা দাগ থাকে

২. বাচ্চার মাথা ছোট হয়

৩. বাচ্চার উচ্চতা স্বাভাবিকের তুলনায় কম হয়

৪. ওজন কম হয়

৫. বাচ্চার স্মৃতিশক্তি দুর্বল হয়

৬. বোধশক্তি ধীরে আসে

৭. কথা বলায় সমস্য়া দেখা দেয়

৮. পড়াশোনায় অসুবিধা হয়। বিশেষ করে অঙ্ক করতে

৯. পড়া বুঝতে সমস্য়া

১০. মনযোগের অভাব দেখা দেয়

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।