AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pomegranate: খাটো করলেও বেদানাতে রয়েছে হাজারো গুণ! এর উপকারিতা জানলে অবাক হবেন আপনিও…

হার্ভার্ডের মেডিকেল বিশেষজ্ঞরা এব্যাপারে দুঃখের সঙ্গে জানিয়েছেন, খুব কম সংখ্যক আমেরিকান রয়েছে, যাঁরা বেদানার নামই শোনেননি।

Pomegranate: খাটো করলেও বেদানাতে রয়েছে হাজারো গুণ! এর উপকারিতা জানলে অবাক হবেন আপনিও...
বেদানা
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 10:14 AM
Share

মজার ব্যাপার হল, ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, রাশিয়া আফগানিস্তান, চিন, ইরান ও জাপানে বেদানা পাওয়া গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৯৮ শতাংশ বাসিন্দা বেদানার নামই শোনেননি। হার্ভার্ডের মেডিকেল বিশেষজ্ঞরা এব্যাপারে দুঃখের সঙ্গে জানিয়েছেন, খুব কম সংখ্যক আমেরিকান রয়েছে, যাঁরা বেদানার নামই শোনেননি।

তবে ক্লিভল্যান্ড ক্লিনিক নিবন্ধিত ডায়েটিশিয়ান জুলিয়া জুম্পানো বেদানা কেন কম ক্যালোরি হলেও পুষ্টিগুণে ভরপুর ডায়েট প্ল্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যানসার-বিরোধী বৈশিষ্ট্য- বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট., যা দূষিত ও তামাক জাতীয় জিনিস থেকে পরিবেশগত বিষাক্ত পদার্থ থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে, ডিএনএ-এর ক্ষতি রোধ ও ক্যানসার হওয়া থেকে রক্ষা করে। হার্ভার্ড রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গবেষণায় দেখা গেছে যে বেদানার রস ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে।

রক্তচাপ কমাতে সাহায্য করে . প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে বেদানা রক্তচাপ কমাতে সহায়তা করে। ফলে স্ট্রেস এবং টেনশন কমে, হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে। যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে নিয়মিত বেদানা খাওয়ার অভ্যাস করুন উপকার পাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানার  ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণ আছে। শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানার রস।

হজমশক্তি বাড়ায় বেদানায় দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ডায়াটারি ফাইবার বা আঁশ থাকায় এটি হজমশক্তি বাড়ায় এবং অন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে।

হৃদরোগের ঝুঁকি কমায় বেদানা দেহের কোলস্টেরলের ঝুঁকি কমায়। এতে রক্তচলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে।

স্মৃতিশক্তি বাড়ায় বেদানা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর এ কারণে এটি অ্যালঝেইমার্সের মতো রোগীদের জন্যও উপকারি।

রক্তে হিমোগ্লোবিন বাড়ায় আয়রন, ক্যালসিয়াম, শর্করা ও আঁশ (ফাইবার) সমৃদ্ধ বেদানা রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে। এতে অ্যানেমিয়া ও রক্তের নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে।

ডায়াবেটিসের জন্য উপকারী বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী। এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রোগীদের কোনও সমস্যা হয় না। বেদানার রসে ফ্রুক্টোজ থাকলেও এটি অন্য ফলের রসের মতো রক্তে চিনির মাত্রা বাড়ায় না।

ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে বেদানা ত্বক সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে। ফলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক আসিড ও ট্যানিন সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ উপকারী। এটি ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে।

ব্যথা দূর করতে ডালিম বাত, অস্টিওআর্থারাইটিস, পেশির ব্যথা কমাতে সাহায্য করে বেদানা। তরুণাস্থির ক্ষয় রুখতেও উপকারী বেদানা। এছাড়া এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা উপশম করতে সহায়তা করে।

আরও পড়ুন: Fatty liver disease: ত্বকের উপর মাকড়সার জালের মতো শিরা-উপশিরা ফুটে উঠেছে? উপেক্ষা করলেই বিপদ!