AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিরতরে চশমা থেকে রেহাই চান? এই ঘরোয়া টোটকাগুলি ট্রাই করুন আজ থেকেই…

চশমিশদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। চিরতরে চশমার ভার থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা অনুসরণ করলেই হবে। জানুন সবিস্তারে...

চিরতরে চশমা থেকে রেহাই চান? এই ঘরোয়া টোটকাগুলি ট্রাই করুন আজ থেকেই...
প্রতীকী ছবি
| Updated on: Apr 06, 2021 | 1:04 PM
Share

চোখে চশমা যাঁদের থাকে, তাঁদের সমস্যার অন্ত থাকে না। তপ্ত গরমের মধ্যে চোখের যত্ন, চশমার যত্ন- সব কিছুতেই মাথা ঘামাতে হয়। সারাদিনের ব্যস্ততার মধ্যে সবচেয়ে বেশি চোখ আটকে থাকে মোবাইল ফোন অথবা ল্যাপটপের স্ক্রিনে। কিন্তু এর থেকে উপায় নেই। তবে চেষ্টা করলে চশমা থেকে রেহাই মিলবে খুব সহজেই। ভাবছেন বাজে কথা। ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলে আপনি চশমা থেকে ভারমুক্ত হতে পারবেন নিঃসন্দেহে।

– তামার তৈরি পাত্র বা বোতলে রাখা জল খান নিয়মিত। এছাড়া দিনে একবার বা দুবার আমলার তৈরি জেলি বা জ্যাম খেতে পারেন। এর জেরে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়।

– এক চামচ মৌরি, দুটি আমন্ড ও হাফ চামচ সুগার ক্যান্ডি একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন। নিয়মিত গরম দুধের সঙ্গে ওই মিশ্রণটি খেতে পারেন। দৃষ্টিশক্তি বাড়তে এই টোটকা বেশ উপকারী।

– জিরে ও সুগার ক্যান্ডি গুঁড়ো করুন। নিয়মিত দেশি ঘি-র সঙ্গে মিশিয়ে একচামচ করে খেতে পারেন। চোখের জ্যোতি বাড়াতে এই টোটকা অনুসরণ করতে পারেন।

– গোরু দুধ থেকে তৈরি ঘি হাতে নিয়ে কানের পাশে আলতো ছোঁয়ায়  ১০ সেকেন্ড করে মাসাজ করুন। উপকার পাবেন।