e Amit Shah: মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন শাহ - Bengali News | Home Minister Amit Shah gave a big message regarding the Matua community | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন শাহ

Matua Politics: অমিত শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের মতুয়া সমাজের নমঃশূদ্র মানুষকে ভয় দেখাচ্ছেন। শান্তনুজি বারবার আমাকে ফোন করছেন। আমি বলে যাচ্ছি মতুয়া সমাজ ও নমঃশূদ্র সমাজের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতেও পারবেন না।”

| Edited By: | Updated on: Jan 31, 2026 | 6:43 PM
Share

ফের মতুয়াদের কথা শোনা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গলাতে। বড় আশ্বাস দিলেন মতুয়া-নমঃশূদ্রদের। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করার পাশাপাশি তৃণমূল আমলের দুর্নীতি নিয়েও সরব হলেন। এদিকে সাম্প্রতিককালে মতুয়াদের নিয়েও চলেছে ব্যাপক দড়ি টানাটানি। বারবার পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি থেকে তৃণমূল। এবার অমিত শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের মতুয়া সমাজের নমঃশূদ্র মানুষকে ভয় দেখাচ্ছেন। শান্তনুজি বারবার আমাকে ফোন করছেন। আমি বলে যাচ্ছি মতুয়া সমাজ ও নমঃশূদ্র সমাজের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতেও পারবেন না।