AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stye Cure: জেনে নিন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আঞ্জনির মতো অবস্থা থেকে মুক্তি পাবেন…

এটা মাথায় রাখা জরুরি যে আমাদের চোখ সব সময় পরিস্কার রাখতে হবে। বাইরে থেকে ফিরে এলে বা অফিসে পৌঁছনোর পর অবশ্যই চোখ পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Stye Cure: জেনে নিন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আঞ্জনির মতো অবস্থা থেকে মুক্তি পাবেন...
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 7:45 AM
Share

অনেকেই চোখে আঞ্জনির সমস্যায় ভোগেন। এক্ষেত্রে চোখ ফুলে যায়, পানি পড়ে এমনকি চুলকানি ও প্রচণ্ড ব্যথাও হয়। আঞ্জনি হলে বেশ কষ্ট সহ্য করতে হয়। চোখ লুকাতে পরতে হয় কালো সানগ্লাস। আঞ্জনি আসলে বিরল কোনো সমস্যা নয়। এর ফলে চোখের পাতায় ছোট ছোট ফোঁড়া বা গোটা বের হয়। আঞ্জনি তেমন বড় কোনো সমস্যা না হলেও, প্রায়ই এমনটি ঘটতে থাকলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

তাই আঞ্জনি হলে ঘরোয়া উপায়ে তা সারানোর ব্যবস্থা করা জরুরি। তবে কীভাবে আঞ্জনির সমস্যা দূর করবেন? হেলথলাইনের প্রতিবেদন অনুসারে এখানে কিছু ঘরোয়া উপায় বলা হল যার সাহায্যে খুব সহজেই কমিয়ে ফেলা যায় এই সমস্যা।

আঞ্জনি হওয়ার কারণ কী কী?

  • চোখে ময়লা জমে থাকলে তা আঞ্জনির কারণ হয়ে ওঠে।
  • অপরিষ্কার জল দিয়ে বারবার চোখ পরিস্কার করলে যে জীবাণুর সংক্রমণ হয়, সেই কারণেও আঞ্জনি হয়ে থাকতে পারে।
  • চোখের পাতার কোনো গ্রন্থির সংক্রমণ হলে সেখানে প্রদাহের সৃষ্টি হয় আর পরবর্তীকালে সেখান থেকেও আঞ্জনি হওয়ার সম্ভাবনা বাড়ে।
  • চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমলে বা চ্যাটচ্যাটে ভাব থাকলে সেই জায়গা বেশি পরিমাণে ধুলো বালি আকর্ষণ করে, যার ফলে আঞ্জনি হতে পারে।

Stye Cure Home Remedies

আঞ্জনি সারানো ঘরোয়া উপায়:

  • নরম কাপড়ে ভাপ দিয়ে সেটি চোখের উপর ধরুন। অর্থাৎ গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। ফলে দ্রুত ব্যথাও কমবে।
  • চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালেও ভাল ফল পাবেন। এটিও সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমবে।
  • আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা ব্যবহার করা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমবে।

তবে সর্বোপরি এটা মাথায় রাখা জরুরি যে আমাদের চোখ সব সময় পরিস্কার রাখতে হবে। বাইরে থেকে ফিরে এলে বা অফিসে পৌঁছনোর পর অবশ্যই চোখ পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।  চোখ পরিস্কার না রাখলে, আঞ্জনি খুব সাধারণ সমস্যা হবে সেক্ষেত্রে। কারণ অপরিস্কার চোখ আরও নানা ধরনের ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে।

আরও পড়ুন: Omicron variant: ভ্যাকসিনের দুটো ডোজই সম্পন্ন নেই কোনও ভ্রমণ ইতিহাসও, তবু আক্রান্ত ওমিক্রনে! কেন জানেন?

আরও পড়ুন: Belly Fat Burn: পেটের জেদি মেদ ঝরাতে এবার ভরসা রাখুন আয়ুর্বেদে! ৫টি ঘরোয়া নিয়ম মানলেই হবে কেল্লাফতে

আরও পড়ুন: Anti-AirPollution Diet: শীতকালে বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট বাড়ে! দূষণ থেকে বাঁচতে প্রতিদিনের ডায়েটে রাখুন এই ১০টি খাবার