AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Semen Production: একবার বীর্যপাত হলে ১৫০ গ্রাম ঔরস কি বেরোয়? কী বলছেন বিশেষজ্ঞ?

Semen Production: উত্তেজনার চরম পর্যায়ে যৌন মিলনের শেষে পুরুষের শরীর থেকে নির্গত হয় বীর্য। এই বিষয়টি খুবই স্বাভাবিক। আবার হস্তমৈথুনের মাধ্যমেও ঔরস নিঃসরণ করেন অনেকে। তবে একবারে বীর্যপাতের সময় ঠিক কতটা ঔরস নির্গমণ হয় জানেন?

Semen Production: একবার বীর্যপাত হলে ১৫০ গ্রাম ঔরস কি বেরোয়? কী বলছেন বিশেষজ্ঞ?
| Updated on: Aug 19, 2024 | 3:30 PM
Share

পুরুষের একবার বীর্যপাত হলে ঠিক কতটা ঔরস নিঃসরণ হয় শরীর থেকে জানেন? এই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনের মধ্যেই। কিন্তু সঠিক উত্তরটা কী? সঙ্গত কারণেই শারীরিক চাহিদার জন্য যৌন মিলনে লিপ্ত হয় পুরুষ-মহিলা উভয়। উত্তেজনার চরম পর্যায়ে যৌন মিলনের শেষে পুরুষের শরীর থেকে নির্গত হয় বীর্য। এই বিষয়টি খুবই স্বাভাবিক। আবার হস্তমৈথুনের মাধ্যমেও ঔরস নিঃসরণ করেন অনেকে। তবে একবারে বীর্যপাতের সময় ঠিক কতটা ঔরস নির্গমণ হয় জানেন?

এই বিষয় টিভি৯ বাংলাকে বিশদে জানিয়েছেন চিকিৎসক শোভন দাস। তিনি জানান, “একজন প্রাপ্ত বয়স্ক মানুষের একবার বীর্যপাত হলে প্রায় ২-৫ মিলি লিটার ঔরস নির্গত হতে পারে।”

তবে একজন পুরুষের পক্ষে দিনে কত বার বীর্যপাত সম্ভব? এই প্রশ্নের উত্তরে চিকিৎসক বলেন, “এই বিষয়টি নির্ভর করে অনেকগুলি প্যারামিটারের উপরে। প্রতিটি ব্যাক্তির শরীর এবং চাহিদা নির্বিশেষে তা আলাদা আলাদা হয়। এই বিষয়ে ডেফিনিট করে কিছু বলা সম্ভব নয়। ”

বীর্যপাত বা যৌনমিলনের প্যরামিটারগুলি হল ইমোশনাল রিলেশন, শারীরিক চাহিদা, এবং শারীরিক ক্ষমতা। শোভন দাস জানান, “যদি বয়স কম হয় অর্থাৎ যাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন তাঁরা তরুণ-তরুণী হন তা হলে তা ভাল। আপানার সঙ্গীর সঙ্গে যদি আপনার ইমোশনাল রিলেশন খুব ভাল হয়, শারীরিক চাহিদা থাকে এবং দুজনেই সুস্বাস্থ্যের অধিকারী হন তবে কোনও পুরুষ দিনে খুব বেশি হলে ৪-৫ বার যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন, অর্থাৎ চার থেকে পাঁচ বার বীর্যপাত হতে পারে। তবে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে তার থেকেও বেশি হতে পারে।”

তবে প্রত্যেকবার যদি নিঃসৃত ঔরসের পরিমাণ এক হবে এমন কোনও কথাও নেই। শোভন দাস আরও জানান, “অনেক সময় একবার যৌন সঙ্গমের পরে আবার যৌনতার ইচ্ছা হয়। এক্ষেত্রে এই ইচ্ছে কখনও ১০ মিনিট হতে পারে আবার কখনও দু’ঘণ্টা পরেও হতে পারে। তবে যদি একবার সঙ্গমের পরে প্রায় সঙ্গে সঙ্গেই আবার সঙ্গমে লিপ্ত হন তবে এক্ষেত্রে বীর্যপাত হলেও তার পরিমাণ অনেক কম হয়।”