Health Tips: খাওয়ার পরে মৌরি-মিছরি খাওয়া কি ভাল? কী প্রভাব পড়ে শরীরে?

Health Tips: মিছরি এক ধরনের প্রাকৃতিক চিনি। এই মিছরি মানুষের শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে। খাওয়ার পরে মৌরি খেলে তা তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে।

Health Tips: খাওয়ার পরে মৌরি-মিছরি খাওয়া কি ভাল? কী প্রভাব পড়ে শরীরে?
Follow Us:
| Updated on: Dec 16, 2024 | 6:52 PM

খেয়ে উঠে মুখে মৌরি আর মিছরি না ফেললে খাওয়া দাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। মুখশুদ্ধি ছাড়া যেন সম্পূর্ণ হয় না বাঙালির খাওয়া দাওয়া। তেমনই নিজেকে সুস্থ রাখতেও কিন্তু এই সব মশলার গুরুত্ব অসীম। আচ্ছা নিয়মিত মৌরি-মিছরি খেলে কী হয় জানেন? কী প্রভাব আমাদের শরীরের উপরে? শীতকালে কি এই মৌরি-মিছরি খাওয়া ভাল? রইল টিপস।

মিছরি এক ধরনের প্রাকৃতিক চিনি। এই মিছরি মানুষের শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে। খাওয়ার পরে মৌরি খেলে তা তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে এই মৌরি-মিছরি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। মৌরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মৌরি খেলে গ্যাস ও হজমের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মিছরিতে উপস্থিত জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থ শরীরের জন্য বেশ উপকারী।

এই খবরটিও পড়ুন

খাওয়ার পর হজমে অসুবিধা হলে নিয়ম করে ১ চামচ মৌরি ও মিছরি মিশিয়ে খেতে পারেন। পেট পরিষ্কার করতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। পেটের ফোলাভাব কমাতেও বেশ কার্যকরী এই মৌরি-মিছরি।